এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় বিধানসভা ভোট কি ঠিক সময়েই? নিশ্চিত করতে নির্বাচন কমিশন নিতে চলেছে বড়সড় পদক্ষেপ

বাংলায় বিধানসভা ভোট কি ঠিক সময়েই? নিশ্চিত করতে নির্বাচন কমিশন নিতে চলেছে বড়সড় পদক্ষেপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচি বন্ধ ছিল। এমনকি বাংলায় এখন এই ভাইরাসের দাপট চূড়ান্ত মাত্রায় লক্ষ্য করায় আদৌ আগামী 2021 এ সময় মত বিধানসভা নির্বাচন হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে সেই সমস্ত কিছুকে ম্লান করে এবার বিধানসভা উপনির্বাচন থেকে অভিজ্ঞতা সংগ্রহ করেই আগামী 2021 এর বিধানসভা নির্বাচন করবে নির্বাচন কমিশন বলে খবর পাওয়া গেল।

জানা গেছে 2019 সালের অক্টোবরের শেষের দিকে মৃত্যু হয় ফালাকাটা তৃণমূল বিধায়ক অনিল অধিকারীর। আর এবার সেই বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের মধ্য দিয়েই আগামীদিনের রাজ্যের বিধানসভা নির্বাচন সম্ভব হবে কিনা, তা দেখে নিতে চাইছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই দেশের 11 টি রাজ্যের উপ নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনের ফার্স্ট লেভেল অব ক্রসিং বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যেখানে দূরত্ব বিধিকে মান্যতা দিয়ে বুথ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, করোনা পরিস্থিতিতে ভোট হলে তা কিভাবে করা যাবে, তাকে বুঝতেই উপনির্বাচনকে পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হচ্ছে। কেননা ভোটের লাইনে দাঁড়াতে গেলে মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শ হবে। ফলে আক্রান্তের মাত্রা ক্রমশ বাড়তে পারে। যার ফলে পরিস্থিতি বেগতিক হয়ে যেতে পারে। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের 11 টি রাজ্যের বেশকিছু বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করিয়ে নির্বাচন কমিশন আগামী দিনের অভিজ্ঞতা এখন থেকে সঞ্চয় করতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, উপনির্বাচনের ক্ষেত্রে হাতে সময় থাকায় বুথ সংখ্যার নিরিখে এফএলসি 200% হয়। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে তা 300% করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এতদিন পশ্চিমবঙ্গ, বিহার, তামিলনাডু, অসম বিধানসভার নির্বাচন করোনা ভাইরাসের কারণে সঠিক সময় হবে কি না, তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল।

কিন্তু এবার সেই সমস্ত জল্পনাকে সাথে করে নিয়ে এই অভিজ্ঞতা সঞ্চয় করতে বিভিন্ন রাজ্যের উপ নির্বাচনের পথে হাঁটছে নির্বাচন কমিশন। আর কমিশনের পক্ষ থেকে সেই উপনির্বাচন করানোর পর আগামী দিনে এই সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন সঠিক সময় করানো নিয়ে কি সিদ্ধান্ত হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!