এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট প্রচারে বাজিমাত করা স্লোগান নিয়ে বড় পদক্ষেপ মমতার, উজ্জীবিত নেতা-কর্মীরা!

ভোট প্রচারে বাজিমাত করা স্লোগান নিয়ে বড় পদক্ষেপ মমতার, উজ্জীবিত নেতা-কর্মীরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এর বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল খুব একটা সহজ ছিল না তৃণমূল কংগ্রেসের কাছে। তবুও বিজেপির হেভিওয়েট নেতাদের প্রচার থেকে শুরু করে আক্রমণকে কার্যত ফিকে করে দিয়ে তৃতীয় বারের জন্য রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তবে তৃতীয়বার রাজ্যে তৃণমূল কংগ্রেসের এই ক্ষমতা দখলের পেছনে অন্যান্য কারণের পাশাপাশি অন্যতম কারণ ভোট প্রচারে জনপ্রিয় স্লোগান। আর সেই স্লোগানটি হল “খেলা হবে।” তৃণমূলের পক্ষ থেকে লাগাতার এই শ্লোগান দেওয়া হলে তাকে কটাক্ষ করতে শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি।

আর এবার রাজ্যে ক্ষমতায় আসার পথে যে স্লোগান অন্যতম কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল সেই স্লোগানকে স্বীকৃতি দিয়ে খেলা হবে দিবস পালন করার কথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় তৃণমূলের নেতা-কর্মীরা যথেষ্ট উজ্জীবিত হয়ে পড়েছেন। ভোট প্রচারে এই শ্লোগান তাদের বাড়তি মাইলেজ পাইয়ে দিয়েছিল। আর এবার ক্ষমতায় আসার পর সেই স্লোগানকে স্বীকৃতি দিয়ে যেভাবে তাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী “খেলা হবে” দিবস পালন করার কথা জানালেন, তাতে দলের ওপরতলা থেকে শুরু করে নীচুতলার নেতাকর্মীরা জয় আনার ক্ষেত্রে যে পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের স্বীকৃতি পেলেন বলেই মনে করছেন তৃণমূলের ঘনিষ্ঠ মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশন এই ব্যাপারে বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “আমাদের শ্লোগান ছিল ‘খেলা হবে’। তাই এবার ‘খেলা হবে’ দিবস পালিত হবে’। গ্রামে গ্রামে এই ‘খেলা হবে।” তবে ‘খেলা হবে’ দিবস মমতা বন্দ্যোপাধ্যায় পালন করার কথা ঘোষণা করলেও, তার সুনির্দিষ্ট দিন কবে, সেই ব্যাপারে কিছুই জানাননি তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনী প্রচার চলার সময় বিভিন্ন সভামঞ্চে বক্তব্য হওয়ার শেষে হুইলচেয়ারে বসে থেকে ফুটবল নিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ছুঁড়ে দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আর সেই বল ছুড়ে দেওয়ার পরেই মঞ্চ থেকে তিনি দৃপ্তকন্ঠে বলেন, “খেলা হবে তো?” যার পরিপ্রেক্ষিতে তৃণমূলের নেতা-কর্মীদের তারস্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যে সম্মতি দিতে দেখা যায়। অবশেষে ভোটের ফলাফল প্রকাশের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙ্গা পায়ে খেলা দেখিয়ে দিয়েছেন বলে বিজেপিকে কটাক্ষ করতে শুরু করে তৃণমূলের নেতা-কর্মীরা। আর এবার ভোট প্রচারে তৃণমূলকে যে স্লোগান বাড়তি মাইলেজ পাইয়ে দিয়েছিল, সেই স্লোগানকে স্বীকৃতি দিলেন তৃণমূল নেত্রী।

তবে সমালোচকরা অবশ্য এই ব্যাপারে অন্য কথা বলতে শুরু করেছেন। তাদের দাবি, তৃনমূল দল এবং সরকার যে এক, তা মুখ্যমন্ত্রীর এই ঘোষনাতেই পরিস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার প্রশাসনে দলীয়করন করছেন, এই অভিযোগ বিরোধীদের দীর্ঘদিনের। তবে এবার তৃনমূলকে সাফল্য দেখানো স্লোগানকে (খেলা হবে) স্বীকৃতি দিয়ে বড় ঘোষণা করে দলীয় নেতা-কর্মীদের খুশি রাখার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!