এখন পড়ছেন
হোম > খেলা > সৌরভ গঙ্গোপাধ্যায় আর রবি শাস্ত্রীর সম্পর্কটা ঠিক কেমন? টুইট ঘিরে বিতর্ক!

সৌরভ গঙ্গোপাধ্যায় আর রবি শাস্ত্রীর সম্পর্কটা ঠিক কেমন? টুইট ঘিরে বিতর্ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- সৌরভ গাঙ্গুলির সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্কটা যে খুব একটা মধুর নয়, সেকথা জানেন বেশিরভাগ মানুষেই। এমন পরিস্থিতিতে আইপিএল নিয়ে আবারও নিজেদের সম্পর্কের টানাপোড়েনের কথা প্রকাশ্যে আনতে দেখা গেল রবি শাস্ত্রীকে। গতকাল আইপিএল শেষ হয়েছে এবং আইপিএলের জয়ী দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে স্বাগত জানাতে দেখা গেছে রবি শাস্ত্রীকে। সেইসঙ্গে প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়েছিলেন তিনি।

বস্তুত করোনা পরিস্থিতিতে যেখানে আইপিএল আয়োজন রীতিমতো অসম্ভব ব্যাপার ছিল, সেখানে প্রায় দু’মাস ধরে আরবে আইপিএল অনুষ্ঠিত করার বিষয় এবং সেইসঙ্গে তাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে অভিনন্দন জানাতে তিনি এই টুইট করেছিলেন বলে জানা গেছে। জয় শাহ, ব্রিজেশ প্যাটেল, হেমাং আমিনের মতো কর্মকর্তাদের অভিনন্দন জানাতে দেখা গেছে তাঁকে। সেই সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন বোর্ডের মেডিক্যাল স্টাফদেরও।

কিন্তু অদ্ভুতভাবে এই সাফল্যের প্রধান উদ্যোক্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামই করতে ভুলে গেছেন রবি শাস্ত্রী। যা লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে নেটিজেনদের। অনেকের মতে আবার, তিনি ইচ্ছে করেই এমনটা করেছেন বলেও মনে করা হচ্ছে। বস্তুত, ২০১৬ সাল থেকেই এঁদের দুজনের দ্বন্দ্বের শুরু বলেই মনে করা হয়। আর সেই সময় বোর্ডের উপদেষ্টা ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সেইসময় দলের টেকনিক্যাল ডিরেক্টর রবি শাস্ত্রী কোচ ন‌ির্বাচন প্রক্রিয়ায় আবেদন করা সত্ত্বেও সৌরভের নেতৃত্বে কমিটি কোচ হিসেবে নির্বাচিত হন অনিল কুম্বলে। আর এরপরই প্রকাশ্যে সৌরভ সম্পর্কে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল রবি শাস্ত্রীকে। সেইসময় তিনি একটি ভিডিও কনফারেন্সে ইন্টারভিউ দিতে গিয়ে অভিযোগ করেছিলেন যে, সৌরভের জন্যই তাঁর কোচ হওয়া হল না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই প্রসঙ্গ তুলে সৌরভও তখন পাল্টা জবাব দিয়েছিলেন যে কোচ হতে চাইলে ইন্টারভিউ দিতে উপস্থিত থাকতে হয়। যদিও পরে কুম্বলেকে সরিয়ে শাস্ত্রীকেই কোচ হিসেবে বেছে নেন সৌরভ গাঙ্গুলী এবং কমিটি। অন্যদিকে রবি শাস্ত্রীকেও তারপরে সৌরভ গাঙ্গুলীর বারবার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে। কিন্তু অনেকের মতে হয়তো এখনও ভিতরে ভিতরে হয়তো তিক্ততা রয়ে গিয়েছে।

আর সেই জল্পনাকেই আরও একবার এভাবেই রবি শাস্ত্রী উসকে দিলেন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে এক সমালোচকের কথায়, ”আপনি নিজের বস সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম নিতেই ভুলে গেলেন! আমি নিশ্চিত আপনি ইচ্ছা করেই এমনটা করেছেন।” অনেককে আবার শেন ওয়ার্নের উদাহরণ তুলে বলতে দেখা গেছে অজি কিংবদন্তি লেগস্পিনার তো তাঁর টুইটে সৌরভকে অভিনন্দন জানাতে ভোলেননি, তাহলে রবি শাস্ত্রী সেটা ভুলে গেলেন কী করে। আর এতেই আপাতত জল্পনা তুঙ্গে ক্রিকেটমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!