এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মনোনয়ন প্রত্যাহারের শেষে ত্রিস্তর পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পূর্ণাঙ্গ খতিয়ান

মনোনয়ন প্রত্যাহারের শেষে ত্রিস্তর পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পূর্ণাঙ্গ খতিয়ান


শেষ হল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের স্ক্রুটিনি ও মনোনয়ন পত্র প্রত্যাহারের সময়সীমা। আর তারপরেই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে পাওয়া গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পূর্ণাঙ্গ খতিয়ান। এরমধ্যে মাত্র কয়েকটি আসনে শুধুমাত্র বামফ্রন্ট বা একটি আসনে বিজেপি জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (বামফ্রন্ট বা বিজেপির যেটা আসনে শাসকদল মনোনয়ন জমা দিলেও, প্রার্থীর শংসাপত্র সঠিক না থাকায় স্ক্রুটিনিতে তা বাদ গেছে বলে জানা গেছে)। বাকি সব আসনেই জয়ী রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ১৯৭৮ সাল থেকে শুরু করে ২০১৩ সাল পর্যন্ত সবকটি পঞ্চায়েত নির্বাচন মিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের মোট পরিমান যেখানে ছিল ২৩,১৮৫ জন – সেখানে শুধুমাত্র ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সংখ্যা ছাড়িয়ে গেল ২০ হাজার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বাধীন তৃণমূল কংগ্রেস সেই অর্থে এবারে রাজ্যে নজিরবিহীন এক রেকর্ড গড়ল। একনজরে দেখে নেওয়া যাক ত্রিস্তর পঞ্চায়েতের কোন স্তরে কত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পরিমান ও শতাংশ কত –

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জেলা পরিষদ –
মোট আসন – ৮২৫
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী – ২০৩
শতাংশের হিসাবে – ২৪.৬১%

পঞ্চায়েত সমিতি –
মোট আসন – ৯,২১৭
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী – ৩,০৫৯
শতাংশের হিসাবে – ৩৩.১৯%

গ্রাম পঞ্চায়েত –
মোট আসন – ৪৮,৬৫০
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী – ১৬,৮১৪
শতাংশের হিসাবে – ৩৪.৫৬%

ত্রিস্তর পঞ্চায়েতে সামগ্রিক –
মোট আসন – ৫৮,৬৯২
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী – ২০,০৭৬
শতাংশের হিসাবে – ৩৪.২১%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!