এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া শিবিরের আগামী দিনের লক্ষ্য নিয়ে বড়োসড় নির্দেশ রাজ্য বিজেপি নেতৃত্বের

গেরুয়া শিবিরের আগামী দিনের লক্ষ্য নিয়ে বড়োসড় নির্দেশ রাজ্য বিজেপি নেতৃত্বের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের লক্ষ্য ছিল বাংলায় সরকার গড়া। আর সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিল রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। রাজ্য নেতাদের পাশাপাশি ক্রমাগত কেন্দ্রীয় স্তর থেকে বিজেপি নেতারা এসে এরাজ্যে প্রচার চালিয়ে গিয়েছেন। বাদ যাননি প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীও। বারংবার বলা হয়েছে, 200 আসনের লক্ষ্য পূরণ করে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। কিন্তু ভোটের ফল বেরোনোর পর দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। তৃতীয়বারের জন্য প্রত্যাবর্তন হয়েছে তৃণমূল সরকারের। মুখ্যমন্ত্রী পদে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার নির্বাচিত রাজ্য সরকারের বিরোধিতায় বিজেপির নতুন প্ল্যান।

অন্যদিকে ভোটেররেজাল্ট বেরোনোর পর থেকেই গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। বিভিন্ন জায়গায় বিজেপির নিচু স্তরের কর্মীরা বিক্ষোভ দেখিয়ে চলেছেন। অন্যদিকে ভোট-পরবর্তী হিংসা চিন্তা বাড়িয়েছে গেরুয়া শিবিরের। যদিও এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু বিজেপি সে কথা মেনে নিতে নারাজ।

তাই  বৈঠকে ঠিক হয়েছে আগামী 23 শে জুন থেকে বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগে লাগাতার ধর্না চালাবে। শুধু তাই নয়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁদের পক্ষ থেকে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে অভিযোগ জানানো হবে।

দীর্ঘদিন ধরেই বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক হিংসা এবং সন্ত্রাসের অভিযোগ জানানো হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি রাজ্যপাল জগদীপ ধনকর পর্যন্ত গেরুয়া শিবিরের সুরে সুর মিলিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন। রাজনৈতিক হিংসা নিয়ে আইনি মামলা পর্যন্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং হাইকোর্টের নির্দেশে তৃণমূল প্রশাসন ইতিমধ্যেই শুরু করেছে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর কাজ। রাজ্য সরকার দাবি করেছে, বর্তমানে রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছেনা। কিন্তু ইতিমধ্যেই আবার কয়েকটি এমন ঘটনা সামনে এসেছে, যা থেকে কিন্তু রাজনৈতিক হিংসার ঘটনা পরিস্ফুট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেমন- ঘাটাল বা কেশপুরে গেরুয়া শিবিরের কর্মীদের ওপর এখনো রাজনৈতিক হিংসা চলছে বলে জানিয়েছেন বিজেপি নেতা কর্মীরা। আর সেই সূত্রেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বলে জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা নিয়ে এবার কড়া পদক্ষেপ রাজ্য বিজেপি নেতৃত্বের। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যাতে নেতাকর্মীরা কোন ভুলভাল মন্তব্য না করেন, সে ব্যাপারে সাবধান করা হয়েছে নেতা নেত্রীদের।

এমনকি দলের সাংসদ, বিধায়ক এবং নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নজর রাখার জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে আজ। স্পষ্টতই বোঝা যাচ্ছে, একুশের বিধানসভা নির্বাচনে হারের পর গেরুয়া শিবির আবার কোমর বেঁধে তৈরি হচ্ছে রাজ্য সরকারের বিরোধিতায়। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে গেরুয়া শিবিরের কাছে আগামী পুরভোট এবং উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে জায়গায় দাঁড়িয়ে বিজেপি নিজেদের দলীয় অবস্থান স্পষ্ট করতে চাইছে বলেই ধারণা স্পষ্ট হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!