এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যের ক্ষমতায় ফেরার পর এবার গেরুয়া শিবিরে ধ্বস, তৃণমূলে যোগদান শতাধিক নেতাকর্মীর

রাজ্যের ক্ষমতায় ফেরার পর এবার গেরুয়া শিবিরে ধ্বস, তৃণমূলে যোগদান শতাধিক নেতাকর্মীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনের পর থেকেই দেখা গিয়েছে তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছিল। নেতা, কর্মী, বিধায়করা তো বটেই, তৃণমূলের নীচুস্তরেও ব্যাপক ভাঙন ধরেছিল। তবে পরিস্থিতি সামলে তৃণমূল জয়ের মুখ দেখে। বিপুল জনাদেশ পেয়ে ক্ষমতায় ফেরে তৃণমূল। আর তারপরেই রাজ্যজুড়ে উল্টো ছবি।

এবার গেরুয়া শিবিরের নীচুতলার কর্মীরা একের পর এক ক্ষোভ প্রকাশ করছেন বিজেপি নেতৃত্বের প্রতি। আর সেই ক্ষোভের কারণে এবার কেতুগ্রামে একঝাঁক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে কেতুগ্রামের কান্দারা স্টেশন রোডের তৃণমূল কার্যালয়ে পৌঁছান প্রায় দেড়শ বিজেপি কর্মী সমর্থক।

উল্লেখযোগ্যভাবে তাঁদের মধ্যে ছিলেন কেতুগ্রাম 1 নম্বর ব্লকের কান্দরা অঞ্চলের বিজেপির মন্ডল সম্পাদক পিন্টু দাস, আইটি সেলের মন্ডল পরিচালক বীর প্রধান ও বেশ কয়েকজন বুথ সভাপতি। জানা গিয়েছে, কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনাওয়াজ তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান। দলবদল করে বিজেপি নেতা কর্মীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, হারের পর বিজেপি নেতারা কর্মীদের কোন খোঁজ নেননি। পাশাপাশি করোনা পরিস্থিতিতেও কর্মীদের পাশে এসে দাঁড়াননি কোনো নেতা, বিধায়ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই বাধ্য হয়ে দল ছেড়ে তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ জানিয়েছেন, এলাকার বেশ কিছু ভালো ছেলে বিজেপি কর্মী বলে পরিচিত ছিল। তাঁরাই তৃণমূলে আসার জন্য আবেদন করে এবং দলে তাঁদের স্বাগত জানানো হয়েছে।

পাশাপাশি তিনি জানান, আরো অনেক বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে এই দলবদল নিয়ে কাটোয়ার বিজেপির সহ-সভাপতি অনিল জানা জানিয়েছেন, ভোটের পর পশ্চিমবঙ্গের চলছে প্রবল রাজনৈতিক হিংসা।

এই রাজনৈতিক হিংসার কারণেই গ্রামাঞ্চলে বাধ্য হয়ে, ভয় পেয়ে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছে। তবে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, বিজেপি নেতারা যাই বলুক না কেন, বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের অন্তর্দ্বন্দ্ব সামনে আসার পর স্পষ্ট রাজনৈতিক ক্ষোভের কারণে দল ছেড়ে চলে যাচ্ছেন নিচু স্তরের কর্মীরা। এক্ষেত্রে পরিস্থিতি যদি সামলানো না যায়, তাহলে আগামী দিনে বড় বিপর্যয়ের মুখে পড়বে রাজ্য বিজেপি নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!