এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গণপিটুনি রোধে বিল নিয়ে রাজ্যপালকে দোষ বিমানের, পাল্টা জবাব বোসের!

গণপিটুনি রোধে বিল নিয়ে রাজ্যপালকে দোষ বিমানের, পাল্টা জবাব বোসের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শপথ গ্রহণ নিয়ে এমনিতেই দড়ি টানাটানি চলছে। আর তার মাঝেই এবার গণপিটুনি রোধে বিল নিয়ে রাজ্যপালের কাছে সেই বিল পড়ে থাকলেও, তা সই করেননি বলে অভিযোগ করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে স্পিকার এই সমস্ত অভিযোগ করে রাজ্যপালের ঘাড়ে সমস্ত দোষ চাপানোর চেষ্টা করলেও, পাল্টা এক্স হ্যান্ডেলে কি কারনে তিনি সেই বিলে সই করেননি, তা স্পষ্ট করে দিলেন সি ভি আনন্দ বোস।

প্রসঙ্গত, এদিন বিধানসভার অধ্যক্ষের সমস্ত জবাবকে নস্যাৎ করে পাল্টা এক্স হ্যান্ডেলে গোটা বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করেন রাজ্যপাল। যেখানে তিনি জানান, “বিলটির বিষয়ে রাজ্য সরকারের কাছে কিছু ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছিলাম। কিন্তু সেই ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। বিলের খসরায় সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের কথা ছিল না। কিন্তু বিধানসভায় পাস হওয়া বিলে তা ছিল। এটা তো নিছক মুদ্রণ প্রমাদ হতে পারে না।”

অর্থাৎ রাজ্যপাল বিধানসভার অধ্যক্ষের বক্তব্যকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে বুঝিয়ে দিলেন যে, এমনি এমনি রাজভবনে সেই বিল পড়ে নেই। এক্ষেত্রে রাজ্যপালের কোনো সদিচ্ছা নেই এই বিল আটকানোর। কিন্তু রাজ্য সরকারের কাছে বেশ কিছু বিষয় সাংবিধানিক প্রধান হিসেবে তিনি জবাব চেয়েও পাননি। যার ফলে সেই বিল পড়ে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে যে রাজ্যের দায় সব থেকে বেশি, তা স্পষ্ট হয়ে গেল। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!