এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > নবান্ন অভিযানে অংশ নেওয়া বাম কর্মীর মৃত্যুতে কড়া প্রতিক্রিয়া সুজনের, জেনে নিন!

নবান্ন অভিযানে অংশ নেওয়া বাম কর্মীর মৃত্যুতে কড়া প্রতিক্রিয়া সুজনের, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আগে এবার যথেষ্ট চাপ বেড়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। সম্প্রতি নবান্ন অভিযানকে কেন্দ্র করে বামেদের ছাত্র যুব সংগঠনের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছিল রাজ্য পুলিশের বিরুদ্ধে। যে ঘটনাকে কেন্দ্র করে অনেক বাম ছাত্র যুব কর্মী আক্রান্ত হয়েছিলেন। আর এবার হাসপাতালে আক্রান্ত অবস্থায় লড়াই করা বাম কর্মী মইদুল ইসলাম মিদ্যা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আজ কিছুক্ষণ আগেই তার মৃত্যুর খবর আসে।

আর তারপরেই রীতিমত আলোড়ন পড়ে যায় গোটা রাজ্যজুড়ে। এদিকে নির্বাচনের আগে তাদের এক কর্মীর এই ধরনের মৃত্যু রীতিমত শাসকের বিরুদ্ধে নয়া অস্ত্র তুলে দিল সিপিএমের হাতে। এদিন এই প্রসঙ্গে গোটা ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়ে সরকারের সমালোচনা করেছেন রাজ্যের বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য, নবান্ন অভিযানে অংশ নেওয়া এই বাম কর্মীর 14 তারিখ থেকে অবস্থার অবনতি হতে শুরু করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রবিবার রাত্রে সামান্য ভাল হলেও, ফুসফুসে জল জমতে শুরু করে তার। আর তারপরেই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন এই মৃত্যুর খবর পেয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “এটা একটা খুন। বাঁকুড়া গ্রামের ছেলে চাকরি চাইতে এসেছিলেন। বুকে পেটে ঘিরে মেরেছে। সরকার তার ইতরতার সীমা ছাড়িয়েছে। খুনি সরকার। মানুষের কথা শোনার মত কোনো সুযোগ রাখে না এই সরকার।”

বিশ্লেষকরা বলছেন, রাজ্যে গণতন্ত্র নেই, এই অভিযোগ করে প্রতিনিয়ত সরব হচ্ছে বিরোধীরা। এবারের নির্বাচনে প্রধান লড়াই হতে চলেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, তা সকলেরই জানা। তবে এই পরিস্থিতিতে অনেকটাই পিছিয়ে গিয়েছিল বামফ্রন্ট। কিন্তু এবার নবান্ন অভিযানের পর ধীরে ধীরে আবার মাথাচাড়া দিতে শুরু করেছে তারা। আর সেই নবান্ন অভিযানে অংশ নেওয়া এক বাম কর্মী মৃত্যুর পরে রীতিমত সরব হয়ে আবার শোরগোল তুলে দিলেন হেভিওয়েট সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যে ঘটনায় আসন্ন নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস অত্যন্ত চাপে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!