এখন পড়ছেন
হোম > জাতীয় > যাঁরা অনলাইন ব্যাঙ্কিংয়ে অভ্যস্ত, তাঁদের জন্য এবার বড়সড় সুখবর – জানুন বিস্তারিত

যাঁরা অনলাইন ব্যাঙ্কিংয়ে অভ্যস্ত, তাঁদের জন্য এবার বড়সড় সুখবর – জানুন বিস্তারিত


এবার রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জন্য সুখবর। অনলাইনে যারা ব্যাঙ্কিং ব্যবস্থায় অভ্যস্ত তাদের জন্য আরও একবার রিজার্ভ ব্যাংক সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করল। দুই হাজার কুড়ি সালের জানুয়ারি থেকে আর কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না অনলাইন ব্যাঙ্কিংয়ের জন্য। বিগত কয়েক বছর ধরে সরকার ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে চাইলেও শিক্ষিত ভারতীয়দের একাংশ এতদিন অনলাইন লেনদেন থেকে বিরত থাকতেন এই চার্জ কাটার জন্য। কিন্তু এবার ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার জন্যই অনলাইন লেনদেনের ওপর থেকে চার্জ তুলে নেওয়া হল।

দুই হাজার কুড়ি সালের জানুয়ারি থেকে যারা এনইএফটি মারফত বিভিন্ন জায়গায় পেমেন্ট করেন তাঁদেরকে আর কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। ডিজিটাল পেমেন্ট এর উৎসাহ প্রদান করার জন্যই এহেন সিদ্ধান্ত বলে জানা গেছে। শুক্রবার রিজার্ভ ব্যাংকের মারফত জানা গেছে এনইএফটি দ্বারা কোথাও টাকা পাঠালে ব্যাংকের তরফ থেকে আর কোন চার্জ নেওয়া যাবে না।

ব্যাংক একাউন্ট থেকে সাধারণত দু’ভাবে টাকা টান্সফার করা যায়। একটা হচ্ছে আরটিজিএস এবং অন্যটি হচ্ছে এনইএফটি। আরটিজিএস এর ক্ষেত্রে যে একাউন্টে টাকা পাঠানো হয় তাতে সঙ্গে সঙ্গে টাকা টান্সফার হয়ে যায়। এনইএফটির ক্ষেত্রে কিছু সময় লাগে। তবে দুই ক্ষেত্রেই ব্যাংক কিছু টাকা কেটে নিত এতদিন। বর্তমান নির্দেশ অনুযায়ী ন্যূনতম অথবা সর্বাধিক কতবার ট্রানজাকশন হচ্ছে সে ব্যাপারে কোনো সীমা থাকবেনা। কিছু ক্ষেত্রে কোন কোন ব্যাংক অবশ্য সীমাবদ্ধতা রাখে।

জুলাই মাসেই রিজার্ভ ব্যাংক এনইএফটি ও আরটিজিএস এর ওপর থেকে চার্জ তুলে নেওয়ার কথা জানিয়েছিল। তবে কবে থেকে এই সুবিধা চালু হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত সে সময় জানানো হয়নি। অন্যদিকে, দেশের শীর্ষ ব্যাংক প্রস্তাব রেখেছে, সমস্ত অনুমোদিত পেমেন্ট ব্যবস্থা এবং ইন্সট্রুমেন্ট কে ন্যাশনাল ইলেকট্রনিক্স কালেকশন এর আওতায় আনা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভারতে ইতিমধ্যে ডিজিটাল পেমেন্ট এর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানা গেছে খুচরো ডিজিটাল লেনদেনে 7 শতাংশের বেশি সিএজিআর বৃদ্ধি পেয়েছে। এবং 2018 সালের অক্টোবর থেকে 19 সালের সেপ্টেম্বর পর্যন্ত ডিজিটাল লেনদেন পৌঁছে গেছে 2,846 কোটিতে। ওই সময় ডিজিটাল লেনদেনের পরিমাণ পৌঁছে গিয়েছিল 302 লক্ষ কোটি টাকায়।

প্রসঙ্গত, তিন বছর আগে নরেন্দ্র মোদী কালোটাকা আটকাতে নোট বন্দির সিদ্ধান্ত নেন। আর সেই সময় থেকেই দেশবাসীকে ডিজিটাল পেমেন্ট এর জন্য উৎসাহ প্রদান করে আসা হচ্ছিল। এখনও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এই ইস্যুতে। রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপটিও এই একই ইস্যুতে গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে চার্জ কাটা বন্ধ হওয়ায় এবার সাধারণ গ্রাহক উপকৃত হবেন অনেকটাই। চার্জ কাটার সমস্যা কেটে যাওয়ার ফলে আরও বেশি সংখ্যক মানুষ ডিজিটাল লেনদেনে আগ্রহী হবে বলেই অনুমান করা হচ্ছে। অনলাইন ব্যাঙ্কিং এর ফলে টাকা-পয়সা সংক্রান্ত কোন সমস্যা থাকে না। উপরন্তু সময়ের অপচয় রোধ হয়। অন্যদিকে, সমস্ত পরিষেবাটাই যেহেতু ব্যাংক মারফত হয় সেজন্যে কালো টাকার কোন চিহ্ন থাকে না ডিজিটাল ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে। আপাতত ব্যাঙ্কিং পরিষেবার এই নতুন নিয়মের ফলে আরও বেশিসংখ্যক ভারতীয় ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা নিতে আগ্রহী হচ্ছে কি না সে দিকে নজর রাখবে ব্যাঙ্কিং সেক্টরগুলি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!