এখন পড়ছেন
হোম > রাজ্য > গরম থেকে বাঁচতে দাওয়াই দিলেন মমতা, কি বললেন ! জেনে নিন !

গরম থেকে বাঁচতে দাওয়াই দিলেন মমতা, কি বললেন ! জেনে নিন !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রবল গরম পড়েছে রাজ্যে। 40 ডিগ্রির ওপরে প্রায় কমবেশি প্রত্যেকটি জেলাতেই তাপমাত্রা বইছে। সকলকেই সচেতন থাকার কথা বলেছে আবহাওয়া দপ্তর। আর এই পরিস্থিতিতে এবার গরম থেকে বাঁচতে নুন চিনির জল বা ওয়ারেস খাবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সকল সাংবাদিকের খোঁজ নেন তিনি। আর তারপরেই সকলকে গরম থেকে বাঁচতে ওআরএস বা নুন চিনির জল খাওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

যেখানে মুখ্যমন্ত্রী বলেন, “সকলে মিলে একটু ওয়ারেস খান। কারণ ডিহাইড্রেশন থেকে বাঁচতে ওআরএস একমাত্র উপকারী। আর যদি তা খেলে প্রেসার হয়, তাহলে নুন চিনির জল খাবেন।” অর্থাৎ প্রবল দাবদাহ থেকে বাঁচতে সকলকে শরীরের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন বাংলার প্রশাসনিক প্রধান। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!