এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > রাহুল গান্ধী ও কংগ্রেসের অন্দরের কথা ফাঁস করে দিয়ে অস্বস্তি বহুগুন বাড়িয়ে দিলেন ‘ঘরের ছেলে’

রাহুল গান্ধী ও কংগ্রেসের অন্দরের কথা ফাঁস করে দিয়ে অস্বস্তি বহুগুন বাড়িয়ে দিলেন ‘ঘরের ছেলে’


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  অনেকে রসিকতা করে বলেন, কংগ্রেসে এখন শনির দৃষ্টি পড়েছে।লোকসভা নির্বাচনে ঘটেছে শোচনীয় বিপর্যয়, বহু রাজ্য বিধানসভা তাদের হাতছাড়া হয়েছে, এমনকি নিজেদের জেতা রাজ্যগুলিও কখনো কখনো তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। উপর্যুপরি কংগ্রেস দলের মধ্যে শুরু হয়েছে মতান্তর ও ভাঙ্গন।যা দলের ভীত আলগা করে বহুস্থানে দলের ধ্বংসাধন করছে।কংগ্রেসের মূল চালিকা শক্তি রূপে গান্ধী পরিবার সিংহাসন আলো করে বসে আছেন বটে, কিন্তু তাদের বিশেষত যুবনেতা রাহুল গান্ধীর মান্যতা নিয়ে তার দলের অন্দরেই প্রশ্ন তুলেছেন বেশ কিছু সদস্য।

এমনি পরিস্থিতিতে রাহুল গান্ধী ও কংগ্রেসের নামে বেফাঁস মন্তব্য করে ও কংগ্রেস দলের অন্দরের কথা বাইরে প্রকাশ করে দিয়ে রাহুল গান্ধী তথা কংগ্রেস এর অস্বস্তি বহুগুনে বাড়িয়ে দিলেন বামপন্থী ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মাঝে মাঝেই তাঁকে বিরুদ্ধ মন্তব্য করতে দেখা যাচ্ছে।মাত্র কয়েকমাস আগে keroler লিটারেচার ফসিসিভেলের অনুষ্ঠানে গিয়ে তিনি তিনি রাহুল গান্ধী সম্পর্কে বলেছিলেন, কঠোর পরিশ্রমী নরেন্দ্রমোদির রাজনীতির কাছে রাহুল গান্ধীর রাজনীতি ভবিষ্যৎহীন।

রাহুল গান্ধী সম্পর্কে তিনি এটাও বলেছিলেন যে, তাকে সংসদে পাঠিয়ে নিজেদের বিনাশকারী কাজ করেছে কংগ্রেস।এরপরতিনি ‘দ্যা ওয়ার’ পত্রিকার একটি সাক্ষাৎকারে রাজস্থানের বর্তমান রাজনৈতিক সংকট ও সেই সংকটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের পদ্ধতি নিয়ে রাহুল গান্ধীর উপর আক্রমণ শানিয়েছেন।নিজে বামপন্থী হয়েও বামপন্থীদের ভারতের বিরুদ্ধে করা ষড়যন্ত্রের এক বিরাট অভিযোগ করেছেন ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, “২০১৯ এ মানুষ নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছেন কারণ তাঁরা ভয় পেট যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে যাবে। দেশের জনগণ জানেন রাহুল গান্ধী অযোগ্য, ওনার ক্ষমতায় নেই যে উনি দেশ চালাবেন। যখন কংগ্রেসের সরকার ছিল ১০ বছর তখনই তিনি মন্ত্রী হননি। রাহুল গান্ধী শুধু ট্যুইটারেই অ্যাকটিভ।” এখানেই শেষ নয়, রামচন্দ্র বাবু আরও বলেছেন, “যখন UPA সরকার ছিল তখন ইলেকশন কমিশনার কে হবেন সেটা মনমোহন সিং আর সোনিয়া গান্ধী নির্বাচন করতেন। কারণ তাঁরা চাইতেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যেন তাঁদের পক্ষেই থাকে। নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধীর থেকেও বেশি এগিয়ে গেছে। ইন্দিরা গান্ধী যেটা শুরু করেছিলেন, নরেন্দ্র মোদী সেটাকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন “।

শুধু রাহুল গান্ধীকেই নয়, রামচন্দ্র বাবু কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস যুবনেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকেও। প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কে তিনি বলেছেন, “প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন উনি ইন্দিরা গান্ধীর নাতনি, এই কথার এই একবিংশ শতাব্দীকে কি মানে হয়? ওনার এই কথার জন্যই তো মানুষ ওনাকে নামদার বলে আখ্যা দেবে “। এরকম একের পর বিরুদ্ধ মন্তব্য করে কংগ্রেস দলকে যথেষ্ট বেকায়দায় ফেলে দিয়েছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!