এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলকে স্বস্তি দিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, ব্যাপক চাপে গেরুয়া শিবির!

তৃণমূলকে স্বস্তি দিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, ব্যাপক চাপে গেরুয়া শিবির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিভিন্ন সময় পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে। এমনকি বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যে এসে গোটা ঘটনার তদন্ত করেছিল কেন্দ্রীয় প্রতিনিধিদল। আর এই পরিস্থিতিতে বিজেপি যখন একের পর এক ঘটনায় তৃণমূলকে দুর্নীতির অভিযোগে বিদ্ধ করছে, ঠিক তখনই সেই তৃণমূল সরকারকে স্বস্তি দিলেন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী মোরিশ্বর পাটিল। যেখানে বাংলায় পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে তেমন কোনো লিখিত অভিযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি।

সূত্রের খবর, এদিন কলকাতায় একটি কর্মসূচিতে আসেন বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রী। যেখানে তিনি বলেন, “বাংলায় পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে কেউ কোনো লিখিত অভিযোগ জানায়নি।” স্বভাবতই যখন বঙ্গ বিজেপির পক্ষ থেকে তৃণমূল সরকারকে দুর্নীতি নিয়ে বিদ্ধ করা হচ্ছে, ঠিক তখনই কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। যার ফলে বাংলার বিজেপি নেতৃত্ব অত্যন্ত চাপের মুখে পড়ে গেলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!