এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চাকুরী প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে ৩৩ হাজার সরকারি নিয়োগের সম্ভাবনা উজ্জ্বল – জানুন বিস্তারিত

চাকুরী প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে ৩৩ হাজার সরকারি নিয়োগের সম্ভাবনা উজ্জ্বল – জানুন বিস্তারিত

গত মঙ্গলবারই বিধানসভায় বিল পাশ হয়েছে। আর সেই বিল পাসের পর স্টাফ সিলেকশন কমিশন নতুন করে চালু হওয়ার পথ পরিষ্কার হয়ে গিয়েছে। যার ফলে এখন সরকারি দপ্তরে ৩৩ হাজারের কিছু বেশি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গেছে, এই 33 হাজারের মধ্যে এসএসসি’র মাধ্যমে ২২ হাজারের কিছু বেশি গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ হতে পারে।

বস্তুত, গত 2012 সাল নাগাদ রাজ্য সরকার সরকারি দপ্তরে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগের জন্য এসএসসি গঠন করেছিল। যেখানে গ্রুপ এ পদে নিয়োগের দায়িত্ব পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) হাতে এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য পরে একটি আলাদা রিক্রুটমেন্ট বোর্ড গঠন করে দেওয়া হয়। তবে গত 29 আগষ্ট সরকারি দপ্তরে কতগুলি শূন্যপদে আগামী দিনে নিয়োগ করা হবে ও তার মধ্যে কতগুলি কোন শ্রেণীর জন্য সংরক্ষিত, সেই ব্যাপারে অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

যেখানে গ্রুপ এ-তে ৪০৫৭, গ্রুপ বি-তে ৯১২৭, গ্রুপ সি-তে ১৩৭২৩ এবং গ্রুপ ডি-তে ৬৭৮০টি শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে। সুতরাং, গ্রুপ বি এবং গ্রুপ সি পদে সব মিলিয়ে ২২ হাজার ৮৫০টি পদে নিয়োগ হওয়ার কথা। প্রসঙ্গত উল্লেখ্য, গত 2012 সালে এসএসসি গঠনের জন্য বিধানসভায় বিল পাশ করে আইন তৈরি হলে 2013 সালে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ বি এবং সি পদে নিয়োগের দায়িত্ব এসএসসিকে দেয়।

কিন্তু এর কয়েক বছর পরই বিধানসভায় বিল এনে এসএসসি তুলে দেওয়া হয়। আর এরই পরিপ্রেক্ষিতে এবার অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ওই দুটি শ্রেণীতে কর্মী নিয়োগের দায়িত্ব পিএসসিকে ফিরিয়ে দেয়। কিন্তু গত
মঙ্গলবার রাজ্য বিধানসভায় এসএসসি আইনটি প্রত্যাহার করার জন্য যে বিল পাশ করা হয়েছিল, সেটিকে সরকার ফের প্রত্যাহার করে নিয়েছে। যার ফলে ফের এসএসসি গঠন করা যাবে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, সরকারি দপ্তরে শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়ার জন্য এসএসসি গঠন করা জরুরি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নতুন করে এসএসসি গঠিত হওয়ার পর ফের অর্থ দপ্তর তাদের মাধ্যমে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করবে। সরকারি আধিকারিকদের একাংশের দাবি, সরকার ইচ্ছা করলে এসএসসি-র মাধ্যমেও এবার গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করতে পারে। জানা যায়, এই গ্রুপ ডি পদে নিয়োগের জন্য গত 2015 সালের নভেম্বর মাসে একটি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়। কিন্তু বোর্ড অবলুপ্তি করে গ্রুপে ছাড়া বাকি তিন শ্রেণীর পদে কর্মী নিয়োগের দায়িত্ব এসএসসিকে দেওয়া যেতেই পারে।

তবে পিএসসি একটি সাংবিধানিক সংস্থা। তাই তার হাতেই গ্রুপ-এ পদগুলিতে নিয়োগের দায়িত্ব রয়েছে। শুধু তাই নয়, বাকি দুটি শ্রেণীর পদে কর্মী নিয়োগের দায়িত্বও এখন পিএসসির হাতে থাকায় নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা দেরি হতে পারে বলে মনে করছে রাজ্য। আর তাই আবার এই এসএসসি চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে কোন দপ্তরে কত শূন্যপদে নিয়োগ করা হবে, তা এখনও উল্লেখ করা হয়নি।

সূত্রের খবর, এসএসসি গঠনের পর অর্থ দপ্তরের সবুজ সঙ্কেত পেলেই এই দপ্তরগুলি নিয়োগের জন্য জানাতে পারে। সব মিলিয়ে বিধানসভায় বিল পাশ পেতেই রাজ্যে প্রচুর সরকারি কর্মী নিয়োগের সম্ভাবনা জোরালো হয়ে ফুটে উঠতে শুরু করল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!