এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির নতুন ‘সম্ভাব্য’ মুখ্যমন্ত্রী মুখ হিসাবে মিশনের মহারাজকে ঘিরে জল্পনা সর্বৈব মিথ্যা!

বিজেপির নতুন ‘সম্ভাব্য’ মুখ্যমন্ত্রী মুখ হিসাবে মিশনের মহারাজকে ঘিরে জল্পনা সর্বৈব মিথ্যা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের জন্য গেরুয়া শিবির বিভিন্ন চিন্তাভাবনা চালাচ্ছে এবং সেই অনুযায়ী তাঁরা নানান পদক্ষেপ গ্রহণ করছে, এ কথা সবারই জানা। আর সেদিকে নজর দিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়ে। যেখানে বলা হয়, একুশের বিধানসভা নির্বাচন বিজেপি যদি জেতে, তাহলে উত্তরপ্রদেশের মতন পশ্চিম বাংলার মসনদেও বসতে চলেছেন বেলুড় মঠের সন্ন্যাসী স্বামী কৃপাকরানন্দ মহারাজ। আর এই নিয়েই এবার বেলুড় মঠের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

পাল্টা বেলুড় মঠের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্ট করে জানানো হয়েছে, ফেসবুকে যেভাবে একটি কুচক্র অত্যন্ত সচেতনভাবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবে স্বামী কৃপাকরানন্দর নাম নিয়ে পোস্ট করে ভাইরাল করেছে, তা যথেষ্ট নিন্দনীয়। এদিন বেলুড় মঠের পক্ষ থেকে বলা হয়েছে, স্বামী কৃপাকরানন্দ মহারাজ রাজনীতি নিয়ে মন্তব্য করতে বিন্দুমাত্র আগ্রহী নন। তাই এধরনের প্রচারকে তাঁরা অপরাধের নামান্তর বলে মনে করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বেলুড় মঠের পক্ষ থেকে এই ধরনের ভুয়া প্রচারের পেছনে জনসাধারণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বেলুড় মঠের দাবি, কিছু দুর্নীতিপরায়ণ কুচক্রী এধরনের পোস্টটি ভাইরাল করেছে। তবে সাধারণ জনগণকে জানিয়ে দেওয়া হচ্ছে, এটি নিতান্তই মিথ্যা অপপ্রচার। বেলুড় মঠের পক্ষ থেকে এধরনের ভুয়ো কোনো পোস্ট শেয়ার করা থেকে প্রত্যেককে বিরত থাকতে বলা হয়েছে। অন্যদিকে খোদ বেলুড় মঠের পক্ষ থেকে বলা হচ্ছে, যে পোস্টটি ভাইরাল হয়েছিল সেখানে কৃপাকরানন্দ মহারাজের ডিগ্রি সম্পর্কে অতিরিক্ত বাড়িয়ে বলা হয়েছে যেটি অত্যন্ত বিরক্তিকর।

এধরনের পোস্ট যাচাই করার কথা বলা হচ্ছে শেয়ার করার আগে। এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বেলুড় মঠ যে পোস্টটি করেছে, সেটিকে শেয়ার করার অনুরোধ করেছেন তাঁরা । অন্যদিকে বিজেপির পক্ষ থেকে একুশের নির্বাচনের মুখ কে হবেন, তাই নিয়ে চলছে গেরুয়া শিবিরের নিজস্ব টানাপোড়েন। আর সেই টানাপোড়েন সামলাতেই কৃপাকরানন্দ মহারাজের নাম যে সর্বাগ্রে উঠে এসেছে সে কথাই মনে করা হচ্ছে। তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে এ ধরনের ভুয়া প্রচারের কথা অস্বীকার করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, একুশের বিধানসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে হয় এসপার নয় ওসপার লড়াই। আর তাই বর্তমানে তাঁদের নির্বাচনী মুখ থাকা যে বিশেষ জরুরী সে কথা অনস্বীকার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!