এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার আশঙ্কার পরদিনই ইডির তলব, গ্রেপ্তারের মুখে হেভিওয়েট সাংসদ!

মমতার আশঙ্কার পরদিনই ইডির তলব, গ্রেপ্তারের মুখে হেভিওয়েট সাংসদ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় সরকার এজেন্সিকে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা মূলক আচরণ করছে, তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ নতুন কিছু নয়। তবে লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের চিন্তা বাড়তে শুরু করেছে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা, বালি একাধিক ঘটনায় তৃণমূলের অনেক হেভিওয়েটের নাম জড়াবে বলে দাবি বিরোধীদের। আর এই পরিস্থিতিতে ইডির তলবের মুখে পড়লেন হেভিওয়েট তৃনমূল সাংসদ। মূলত, ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার ঘটনায় নাম জড়িয়ে পড়ার কারণেই কেন্দ্রীয় এজেন্সির তলবের মুখে পড়তে চলেছেন নুসরাত জাহান।

প্রসঙ্গত, এদিন ইডির পক্ষ থেকে নুসরাত জাহানকে একটি নোটিশ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি তাকে জানিয়ে দিয়েছে, আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তাকে জেরার মুখোমুখি হতে হবে। বিরোধীদের দাবি, সামাজিক মাধ্যম হোক বা বিনোদন জগত, তৃণমূলে নাম লেখালেই কি করে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া যায়, তা এইসব ব্যক্তিদের দেখলেই স্পষ্ট হয়ে যায়। অবিলম্বে জেরা করে দোষীদের গ্রেপ্তার করা হোক বলে দাবি জানাচ্ছেন তারা। অনেকে আবার বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই একটি আশঙ্কা প্রকাশ করেছিলেন। আর মঙ্গলবার হাতেনাতে সেই আশঙ্কা হয়ত প্রতিফলিত হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন ঘটনায় ভয় রয়েছেন, তা সোমবারই স্পষ্ট হয়ে গিয়েছিল। আর মঙ্গলবার কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপ প্রমাণ করে দিল যে, আগামী দিন তৃণমূলের জন্য বড়সড় বিপদ আসতে চলেছে।

বলা বাহুল্য, সোমবার ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে উস্মা প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন যে, ব্যবসায়ীদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। এমনকি তার পরিবারকেও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হয়রানি করা হচ্ছে। আর তারপর থেকেই বিরোধীরা বলতে শুরু করে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সিকে ভয় পাচ্ছেন। কারণ তার দলের অনেক রাঘববোয়াল দুর্নীতির বড় বড় মাথা। তাই তাদের গ্রেপ্তারির ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির ঘাড়ে এখন থেকেই দোষ চাপানোর কৌশল বেছে নিয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পরদিনই নুসরাত জাহানকে ইডির তলবের নোটিশ তৃণমূলের চিন্তা যে দ্বিগুণ ভাবে বাড়িয়ে দিল, সেই ব্যাপারে নিশ্চিত পর্যবেক্ষকরা।

বিশেষজ্ঞদের একাংশ এটাও বলছেন, ফ্ল্যাট বিক্রির প্রতারণাকাণ্ডে যেভাবে এই বিশিষ্ট অভিনেত্রী এবং তৃণমূল সাংসদের নাম জড়িয়ে পড়েছে, তাতে অনেকেই ফেঁসে যেতে পারেন। এর পেছনে হয়তো আরো কোনো বড় মাথা থাকতে পারে। তাই ইডি প্রথম দফায় জেরা করে নুসরাত জাহানের কাছ থেকে সামগ্রিক বিষয়টি জেনে নিয়ে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করতে চাইছেন। তবে আগামী মঙ্গলবার জেরা পর্বেই যদি নুসরাত জাহানকে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বড় কোনো পদক্ষেপ নিয়ে নেয়, তখন কি আরও চাপে পড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়! ধীরে ধীরে কেন্দ্রীয় এজেন্সির ভয় অর্থ্যাৎ যে আশঙ্কা তিনি এতদিন করেছেন, সেই আশঙ্কা বাস্তবায়িত হয়ে যাবে! কোন পথে এগোবে গতিপ্রকৃতি, তা সময় বলবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্সি নিয়ে আশঙ্কামূলক বক্তব্যের পর দিনই নুসরাত জাহানকে এই তলব তৃণমূলের কপালে যে ঘাম ছুটিয়ে দিয়েছে, তাতে একমত বিরোধী শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!