এখন পড়ছেন
হোম > জাতীয় > ইন্ডিয়া অতীত! দেশের নামেও আসছে বদল? লোকসভার আগে চরম মাস্টারস্ট্রোক মোদীর!

ইন্ডিয়া অতীত! দেশের নামেও আসছে বদল? লোকসভার আগে চরম মাস্টারস্ট্রোক মোদীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এবার কি দেশের নামেও আসতে চলেছে বড়সড় বদল? এতদিন ইংরেজিতে “ইন্ডিয়া” শব্দে সম্বোধিত করা হত ভারতবর্ষকে। তবে জি-টুয়েন্টি সম্মেলনে নৈশভোজের আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে ইংরেজিতে ইন্ডিয়ার পরিবর্তে লেখা হয়েছে “ভারত”। যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। অনেকে বলছেন, খুব দ্রুত এই দেশের নাম বদল করতে সংসদে প্রস্তাব আনতে পারে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, সামনেই জি-20 সম্মেলন রয়েছে। আর সেই কারণেই রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে সমস্ত অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আর সেই আমন্ত্রণপত্রে লেখা রয়েছে, “দ্যা প্রেসিডেন্ট অফ ভারত”। কিন্তু এতদিন যেখানে ইংরেজিতে আমন্ত্রণপত্রে দেশকে “ইন্ডিয়া” বলে সম্বোধিত করা হত, সেখানে হঠাৎ করে কেন ভারত শব্দটি ইংরেজিতে লেখা হলো! তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। বিরোধীদের তরফ থেকে অবশ্য এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ওপর আঘাত বলে কটাক্ষ করা হচ্ছে। তবে কেন্দ্রীয় সরকার যদি ইংরেজি, বাংলা থেকে শুরু করে সব ভাষাতেই দেশের নাম “ভারত” বলে সম্বোধিত করার নিয়ম লাগু করে, তাহলে তা দেশবাসীর কাছে আরও বেশি গর্বের হবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।

একাংশ বলছেন, এটা লোকসভার আগে যদি সত্যিই লাগু করতে পারে কেন্দ্রীয় সরকার, তাহলে তা সকলের কাছেই মাস্টারস্ট্রোক হয়ে যাবে। কেননা “ভারত” নামের মধ্যে একটা আবেগ রয়েছে। শুধু তাই নয়, বর্তমানে বিজেপিকে চাপে রাখতে বিরোধীদের পক্ষ থেকে একটি জোট তৈরি করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া জোট। অর্থাৎ দেশের নাম দিয়ে বিরোধীরা জোট তৈরি করে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে। তবে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে যে আমন্ত্রণপত্র সকলের কাছে গিয়েছে এবং সেখানে যেভাবে ইংরেজিতেও লেখা রয়েছে “ভারত” শব্দটি তাতে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে, এই দেশের নামে “ভারত” শব্দটি করিয়ে বিরোধীদের মুখেও ঝামা ঘষে দিতে পারে কেন্দ্রীয় সরকার।

বিশেষজ্ঞদের অনেকে আবার মনে করছেন, ইতিমধ্যেই পাঁচ দিনের জন্য বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে সেই অধিবেশনেই এই দেশের নাম সব ভাষাতেই “ভারত” করা নিয়ে প্রস্তাব আনা হতে পারে। এক কথায় লোকসভার আগে এই সিদ্ধান্ত নিয়ে রীতিমত চমক দিতে পারেন প্রধানমন্ত্রী। আর কেন্দ্রের এই চমক যে বিরোধীদের কাছে চমকে যাওয়ার মতই বিষয় হবে, তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!