এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মৌ চুক্তির মিথ্যা ঢপ ? মমতার চালাকি প্রকাশ্যে! রাজ্যের বিপদে বিদেশে পালানোর চেষ্টা!

মৌ চুক্তির মিথ্যা ঢপ ? মমতার চালাকি প্রকাশ্যে! রাজ্যের বিপদে বিদেশে পালানোর চেষ্টা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মঙ্গলবার রাজ্য ছেড়ে 12 দিনের জন্য বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে জানিয়ে গিয়েছেন, তিনি স্পেনে যাচ্ছেন। কারণ বিভিন্ন বাণিজ্য আনার ব্যাপারে আলোচনা করতে। কিন্তু প্রশাসনিক প্রধানের এই তথ্য ভিত্তিহীন ছাড়া আর কিছু নয়। বারবার তা তুলে ধরার চেষ্টা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারবার তিনি বলেছেন যে, এর আগেও মুখ্যমন্ত্রী অনেকবার বিদেশ গিয়েছেন। কিন্তু শিল্পের নামে লবডঙ্কা এসেছে রাজ্যে। তাই এবারেও তেমন কিছুই হচ্ছে না। মুখ্যমন্ত্রী ছুটি কাটাতে যাচ্ছেন। স্বভাবতই নিজের অবস্থানে অনড় থেকে সেই তথ্যই সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন বিধানসভায় এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, “এদিকে ডেঙ্গু হচ্ছে, ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরম। তা থেকে রক্ষা পেতেই তিনি দুই সপ্তাহের জন্য ছুটি কাটাতে গিয়েছেন। ওসব ফালতু কথা। উনি ছুটি কাটাতে গিয়েছেন।” কিন্তু যখন মুখ্যমন্ত্রী দাবি করছেন, তিনি কাজে যাচ্ছেন, তখন বিরোধী দলনেতার এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকে বলছেন, ক্ষমতায় আসার পর মাঝেমধ্যেই বিদেশ সফর করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। আর তখন শুভেন্দু অধিকারী সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি ভেতরের সব খবরই জানতেন। যার জেরে এবার মুখ্যমন্ত্রী বিদেশ সফর নিয়ে শুভেন্দুবাবু বুঝিয়ে দিলেন, সবটাই লোক দেখানো।

বিরোধীদের কটাক্ষ, রাজ্যের বিপদে সবসময় পালিয়ে বাঁচতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তিনি সেটাই করেছেন। গ্রীষ্মের দাবদাহ তো রয়েছেই। তার মধ্যে ডেঙ্গুতে রাজ্যের ভয়াবহ পরিস্থিতি। যা সামলানোর মতো ক্ষমতা রাজ্য সরকারের নেই। বারবার ব্যর্থতা সামনে আসছে। ফলে মুখ্যমন্ত্রী রাজ্যে থাকলে তাকে নানা প্রশ্নের মুখে পড়তে হবে। তাই সুকৌশলে শিল্প আনার কথা বলে বিদেশ ভ্রমণ করে নিশ্চিন্তে ছুটি কাটাতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে অনেকে আবার বলছেন, প্রশাসনিক প্রধানের চেয়ারে রয়েছেন বলে কি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ নন! তারও তো ছুটি কাটাতে ইচ্ছে করে। তাই তিনি বাইরে যেতেই পারেন। কিন্তু শিল্প আনার কথা বলে এক্ষেত্রে বাইরে যাওয়ার কি ছিল? রাজ্যবাসীকে আশার মোহজালে না ডুবিয়ে কটা দিন ছুটি নিলেই পারতেন! মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর রাজ্যবাসীকে কত বিভ্রান্ত করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী! তা নিয়ে কটাক্ষ ছুঁড়ছে বিরোধীরা।

পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সবদিক থেকে যদি কেউ জব্দ করতে পারেন, তাহলে তিনি শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কখন সত্যি বলছেন, আর কখন মিথ্যা বলছেন, সবটাই ধরে ফেলেছেন বিরোধী দলনেতা। এক্ষেত্রেও তিনি তেমনটাই করলেন। বিদেশ সফরে গিয়ে কেক কেটে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের মাটিতে নিজের পারিষদ বর্গদের দিয়ে প্রচার করানোর চেষ্টা করছেন, তখন তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন শুভেন্দুবাবু। স্বভাবতই যদি কাজ করতেই বিদেশ সফর করবেন মুখ্যমন্ত্রী, তাহলে বিরোধী দলনেতার এই বক্তব্যকে তিনি ভিত্তিহীন বলে প্রমাণ করুন। চ্যালেঞ্জ করে তেমনটাই বলছে সমালোচক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!