এখন পড়ছেন
হোম > রাজ্য > বিতর্ক বাড়িয়ে শাসকদলের বিজয়োল্লাসের ছবিতে ‘ভিক্টরি-সাইনে’ হাজির পুলিশের শীর্ষকর্তারা

বিতর্ক বাড়িয়ে শাসকদলের বিজয়োল্লাসের ছবিতে ‘ভিক্টরি-সাইনে’ হাজির পুলিশের শীর্ষকর্তারা

পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে এবার বিতর্কের কেন্দ্রে উঠে এলেন রাজ্য পুলিশের একাধিক কর্তা। উত্তর বঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে শাসক দলের বিজয়োৎসবের একটি ছবিতে  দেখা যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক-নেতা-কর্মীদের মতোই পুলিশের একাধিক কর্তা হাতে ‘ভিক্ট্রি সাইন’। শুধু তাই নয় এ বার শাসক দলের বিজয়ী প্রার্থীর সঙ্গে বসে একসঙ্গে বিজয়োৎসব পালন করলেন পুলিশ আধিকারিকেরা। সোস্যাল মিডিয়ার দৌলতে এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। যদিও পুলিশ কর্তাদের মতে তাঁদের এই আচরণ আদৌ দোষের নয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে এই ঘটনার কথা মানতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।  অবশ্য বিজেপির দাবি অনুয়ারী ভাইরাল হওয়া ওই ছবিটি গত ১৭ ই মে পঞ্চায়েত নির্বাচনের গণনার দিনের। যদিও রাজগঞ্জ থানার ওসি তমাল দাস এই ঘটনায় দোষের মতন কিছু দেখতে না পেয়ে বললেন, ”রাজগঞ্জের এম এন হাইস্কুলে গণনার দিন জয়ী প্রার্থীদের নিয়ে দেখা করতে এসেছিলেন বিধায়ক খগেশ্বর রায়। তখনই এই ছবিটি তোলা হয়েছে। এতে খারাপ কী আছে, বুঝতে পারছি না। বিজেপি এটা নিয়ে যা খুশি তাই করছে।” কিন্তু পুলিশ এই ঘটনার কথা মেনে নিলেও রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বললেন, ”না না! এমন কোনও ঘটনাই ঘটেনি।” সব পক্ষের কথা শোনার পরে বিজেপির জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী বিদ্রুপ করে বললেন,  ”সাধারণ মানুষ দেখুক আর বিচার করুক!”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!