এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জিএসটি কি বোঝাতে নতুন পদক্ষেপ মমতা সরকারের

জিএসটি কি বোঝাতে নতুন পদক্ষেপ মমতা সরকারের

বিগত এক বছর যাবত দেশে অভিন্ন কর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) প্রচলন হলেও রাজ্যের বহু মানুষ বিশেষত সরকারী কর্মচারীদের কাছে তা এখনও দুর্বোধ্যই রয়ে গেছে। সব থেকে সমস্যায় পড়েছেন পঞ্চায়েত ব্যবস্থায় কর্মরত সরকারী কর্মচারীরা। এবার তাই এই বিষয়ে পঞ্চায়েত কর্মচারীদের সম্যক ধারণা দেওয়ার জন্যে রাজ্য সরকার এক নজিরবিহীন পদক্ষেপ করল। মালদহ জেলা প্রশাসনের আবেদনে সম্মতি জানিয়ে রাজ্যের অর্থ দফতর এদিন মালদা টাউন হলে GST সম্পর্কিত একটি কর্মশালার আয়োজন করে।

প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ – Priyo Bandhu Bengali

—————————————————————————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিনের কর্মশালায় বক্তব্য পেশ করেন, ডাইরেক্টর অফ কমার্শিয়াল ট্যাক্সের জয়েন্ট কমিশনার কাঞ্চন হালদার ও ডেপুটি কমিশনার শেখর দোরজি প্রমুখ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। মালদা সদর মহকুমার সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ কর্মীদের GST সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হয়। এদিনের সরকারী উদ্যোগ প্রসঙ্গে জেলা পঞ্চায়েত আধিকারিক সুকান্ত সাহা বললেন, “পঞ্চায়েতের বিভিন্ন স্তরে এখন GST লাগু হয়েছে। ফলে যে সব পঞ্চায়েত কর্মী কর আদায়ের সঙ্গে সরাসরি যুক্ত তাঁদের উপর চাপ বাড়ছে। মালদা জেলায় ১৪৬টি গ্রাম পঞ্চায়েত ও ১৫টি পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন ধরনের বিল, ব্যাঙ্কের কাজ, কর আদায়ের মতো বিষয়গুলি কর্মীদের সামলাতে হয়। তাই পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এই কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্য রাজ্য অর্থ দপ্তরে কাছে আবেদন জানানো হয়েছিল।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!