এখন পড়ছেন
হোম > জাতীয় > বিশ্বের সবথেকে বড় হনূমান মূর্তির জন্য ১৫ ঘন্টার ট্রাফিক যন্ত্রনায় শহরবাসী

বিশ্বের সবথেকে বড় হনূমান মূর্তির জন্য ১৫ ঘন্টার ট্রাফিক যন্ত্রনায় শহরবাসী


সোমবার রাতে ৬২ ফুট উচ্চতা ও ৭৫০ টন ওজনের অর্ধ-নির্মিত হনুমানজির মূর্তি বেঙ্গালুরুর কোলার থেকে কাচারাকানহালির দিকে নিয়ে যাওয়ার সময়ে জাতীয় সড়ক যানজটে নাকাল হলো শহরবাসী। কর্ণাটকে বিধানসভা নির্বাচনকে ঘিরে যে নির্বাচন বিধি জারি হয়েছে সেই কারণেই পুলিশ সোমবার রাতে হস্কটের কাছে হনুমান মূর্তিকে আটকে দেয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মূর্তিটি ৩০০চাকা বিশিষ্ট একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিলো। পুলিশ এই গাড়ির পথ আটকালে ৪৮ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। শেষ অবধি ঐ গাড়ি নির্বাচন কমিশনের হস্তক্ষেপে মুক্তি পায়। জানা গিয়েছে মূর্তি স্থানান্তরিত করার জন্যে আগেই অনুমতি চেয়েছিলেন মূর্তি ট্রাস্টের সদস্যরা । তাঁরা অনুমতি পেয়েওছিলেন। কিন্তু তাঁদের সামনে শর্ত রাখা হয়েছিলো যে মূর্তির স্থানান্তকরণের কারণে রাস্তার যেন কোনও ক্ষতি না হয় এবং যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে তাদেরকে সেই ক্ষতি পূরণ দিতে হবে। সোমবার রাতে মূর্তি স্থানাতরের জন্যে সরকারী অনুমোদন আছে কিনা সেটা খতিয়ে দেখতেই পুলিশ ঐ গাড়ি আটকে দেয় । উল্লেখ্য একটি ১৪৫০ টনের পাথর কেটে এই মূর্তি তৈরি করা হয়েছে। প্রায় ১০ কোটি টাকা খরচ হয়েছে মূর্তি নির্মানের জন্যে। এই অর্ধনির্মিত মূর্তি সম্পূর্ণ হওয়ার সম্ভাব্য সময় আগামী বছর এপ্রিল মাসে স্থির হয়েছে। এবং মূর্তি প্রতিষ্ঠা হবে পবিত্র রামনবমীর দিন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!