এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হাসপাতালে বসেই তদারকি? সকলকে চমকে দিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর!

হাসপাতালে বসেই তদারকি? সকলকে চমকে দিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার থেকে 15 দিন অন্তর হাসপাতালে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে গোটা বিষয়টি দেখভাল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই এসএসকেএম হাসপাতালে সারপ্রাইজ ভিজিট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানিয়ে দিয়েছেন তিনি। যার ফলে হাসপাতালের পরিকাঠামো উন্নতির আশায় রয়েছেন চিকিৎসক থেকে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা।

প্রসঙ্গত উল্লেখ্য, 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই মাঝেমধ্যেই বিভিন্ন হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করতে দেখা যেত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যার ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যাবস্থা অনেকটাই চাঙ্গা হয়েছিল। কিন্তু এবার সেই স্বাস্থ্য ব্যাবস্থার হাল ফেরাতে 15 দিন অন্তর অন্তর এসএসকেএমে এসে বৈঠক করার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই এসএসকেএম হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 ঘন্টা সেখানে ছিলেন তিনি। পরবর্তীতে বাইরে বেরিয়ে এসে এসএসকেএম হাসপাতাল থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর নজরদারি চালানো হবে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত নজরদারি এসএসকেএম হাসপাতাল থেকেই আপাতত চালানো হবে। 15 দিন অন্তর অন্তর এসএসকেএমে স্বাস্থ্য সচিব এবং চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে জেনে নেব। বড় বড় পাঁচটি হাসপাতাল যেহেতু কলকাতায় রয়েছে, অনেক সময় অনেক হাসপাতালে সমস্যা থাকে। তাই সেইসব সমস্যা সমাধানে স্বাস্থ্যসচিব আমার সঙ্গে থাকবেন। কখনও কখনও মুখ্যসচিবকেও নিয়ে আসব। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বা 15 দিন অন্তর এখানে বসব। হাসপাতাল আমার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। স্বাস্থ্যভবনে যেতে দেরি হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, 15 দিন অন্তর 10-12 জনকে নিয়ে আমি এখানে এসে বসব।”

একাংশ বলছেন, মুখ্যমন্ত্রী এই ঘটনার মধ্যে দিয়ে কার্যত মাস্টারস্ট্রোক দিলেন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নিজের আন্তরিকতার নজির তুলে ধরার চেষ্টা করলেন বাংলার প্রশাসনিক প্রধান বলেই মনে করছেন একাংশ।পর্যবেক্ষকদের মতে, 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বারবার হাসপাতাল পরিষেবাকে ঠিক করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠেছে। কিন্তু এবার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও ঢেলে সাজাতে হাসপাতাল থেকেই নজরদারি রাখার কথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!