এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একের পর এক রাজ্যে বিজেপির হার, কারণ বলে দিলেন দিলীপ ঘোষ

একের পর এক রাজ্যে বিজেপির হার, কারণ বলে দিলেন দিলীপ ঘোষ

 

লোকসভা নির্বাচনে বিজেপি ছাড়া ভারতবর্ষ জুড়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। যার জেরে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর আসন দখল করেছেন। ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিরোধী জোট। মহারাষ্ট্রে ক্ষমতা হারানোর পর সম্প্রতি ঝাড়খন্ড ক্ষমতা হারিয়ে ফেলেছে ভারতীয় জনতা পার্টি।

যেখানে ক্ষমতা দখল করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, যে খড়গপুর এতদিন বিজেপির দখলে ছিল, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের তিন বিধানসভার উপনির্বাচনে সেই খড়্গপুর দখল করেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে একের পর এক রাজ্যে বিজেপির হার এবং বাংলায় বিজেপির মুখথুবড়ে পড়ার কারণ উল্লেখ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “স্থানীয় সমস্যা, আর সরকারের প্রতি সাধারণ মানুষের অসন্তোষ এই হারের জন্য দায়ী। বিরোধীরা যতই দলের ঔদ্ধত্য আর সিএএ বা এনআরসিকে দায়ী করুক, তা ঠিক নয়। ঝাড়খণ্ডে স্থায়ী সমস্যা ছিল, তার জন্য সরকারের উপর অসন্তোষ তৈরি হয়েছে সাধারণ মানুষের। আর তারই ফল ঝাড়খন্ডে ভুগতে হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর দিলীপ ঘোষের এই মন্তব্যের পরই নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ঝাড়খন্ডে যে স্থায়ী সমস্যা ছিল, তা কি বিজেপি নেতারা উপলব্ধি করতে পারেননি! তাহলে কেন তারা ভোটের আগে সেই সমস্যা সমাধান করেননি! এদিকে এদিন মেদিনীপুরে দুটি সাংগঠনিক বৈঠক করে আগামী পুরভোটে রাজ্যের শাসকদলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন দিলীপ ঘোষ।

তিনি বলেন, “শাসকদল ভয় পাচ্ছে। ক্ষমতা হারানোর ভয় থেকেই তারা ভোট করতে চাইছে না। ভোট হলেই তৃণমূল হারবে। তাই রাজ্য সরকার জোর করে 15 টি পৌরসভা ও পুরনিগমের ভোট আটকে রেখেছে।” সব মিলিয়ে একের পর এক রাজ্যে হারের কারণ বাতলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!