এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিদ্রোহী তৃণমূলের বড় অংশ! সামাল দিতে বড়সড় পদক্ষেপ প্রভাবশালী নেত্রীর

হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিদ্রোহী তৃণমূলের বড় অংশ! সামাল দিতে বড়সড় পদক্ষেপ প্রভাবশালী নেত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল নেত্রী দলের মধ্যে গোষ্ঠীকোন্দল পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু তা সত্ত্বেও বারেবারেই বিভিন্ন জায়গায় প্রকাশ্যে এসেছে দলীয় কোন্দল। মালদার তৃণমূল দলের গোষ্ঠীকোন্দল আজকের নয়, বহুদিনের। বারংবার এই গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্নভাবে সামনে এসেছে। আর এই নিয়ে অনেকবার দলীয় নেতৃত্বের পক্ষ থেকে আবেদন করা হয়েছে কোন্দল মেটানোর। মালদা ইংরেজবাজার পৌরসভার পৌর প্রশাসক নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে বরাবরই বিক্ষোভ জানিয়ে আসছেন প্রাক্তন কাউন্সিলররা।

অবস্থা সামাল দিতে মঞ্চে নামতে হয় শেষ পর্যন্ত জেলা তৃণমূল সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ সদস্য মৌসম বেনজির নুরকে। অবশেষে মঙ্গলবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশে ইংলিশবাজার পুরসভায় প্রাক্তন কাউন্সিলররা কো-অর্ডিনেটর হিসেবে নিয়োজিত হলেন বলে জানা গেছে। সূত্রের খবর, মঙ্গলবার জেলা তৃণমূল পার্টি অফিসে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিরহাদ হাকিম এর সামনে ইংরেজবাজারের বর্তমান প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেয় প্রাক্তন কাউন্সিলররা।

আর এর পরেই পুরমন্ত্রীর নির্দেশে কো-অর্ডিনেটর নিয়োগের ব্যাপারটি চূড়ান্ত হয় বলে জানা গেছে। এই বৈঠকে আগাগোড়া মৌসম বেনজির নুরকে মধ্যস্থতা করতে দেখা যায় বলে খবর। অন্যদিকে কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রাক্তন কাউন্সিলররা যথেষ্ট খুশি বলে জানা গিয়েছে। তবে একই দলের অন্য শিবিরের মতে, কো-অর্ডিনেটর প্রয়োগের সিদ্ধান্তে যারা আনন্দিত হয়েছেন, তারা বাস্তব সম্পর্কে ওয়াকিবহাল নন।

অন্যদিকে, এই বৈঠকের পর ইংরেজবাজার পৌরসভার চেয়ারপার্সন মন্ত্রীর নির্দেশের ব্যাপারটি স্বীকার করেছেন। তবে তিনি পাল্টা বলেন, এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত আগেই নিয়ে রাখা ছিল। তাঁর মতে, করোনা বা পতঙ্গবাহিত রোগ আটকানোর জন্য প্রাক্তন কাউন্সিলরদের সাহায্যের প্রয়োজন। আপাতত কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগের জন্য নির্বাচিত পৌরবোর্ডের প্রাক্তন কাউন্সিলরদের চিঠি পাঠানো হবে বলে জানা গেছে। অন্যদিকে এ ব্যাপারে সাংসদ মৌসম বেনজির নুর জানিয়েছেন, কো-অর্ডিনেটর নিয়োগ নিয়ে একটা সমস্যা চলছিল ইংরেজবাজার পুরসভায়, তবে সেটি বর্তমানে মিটে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উপরন্তু এদিন মৌসম বেনজির নুর গোষ্ঠীদ্বন্দ্বকে মিটিয়ে নিয়ে একসাথে সবাইকে কাজ করার জন্য আবেদন জানান। অন্যদিকে তিনি এলাকার নাগরিকদের নিকাশি সমস্যা সমাধানের জন্য পৌরসভাকে উদ্যোগী হওয়ার কথা বলেন। প্রসঙ্গত, ইংরেজবাজার পৌরসভার বর্তমান প্রশাসকমণ্ডলের বিরুদ্ধে বহুদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে চলেছে তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলরদের অনেকে। এই নিয়ে জেলাশাসকের কাছেও ক্ষোভ জানান তাঁরা বলে জানা গেছে। এমনকি পুরসভার সামনে প্রকাশ্যে বিক্ষোভ দেখানো হয় বলেও খবর।

তবে জেলা দলীয় নেতৃত্বের একাংশের মতে, বিক্ষোভের কারণ হিসেবে নাগরিক পরিষেবার বিষয়টি সামনে এলেও এই আন্দোলনের আসল কারণ হল, প্রাক্তন কাউন্সিলরদের কো-অর্ডিনেটর হিসেবে প্রয়োগ না করা। সূত্রের খবর, সম্প্রতি এই পুরো ব্যাপারটিতে দলীয় স্বার্থে হস্তক্ষেপ করেন মৌসম বেনজির নুর। আর তাঁরই উদ্যোগে নূর ম্যানশনে সম্প্রতি একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। জানা গেছে, এই বৈঠকে বিক্ষুব্ধ প্রাক্তন কাউন্সিলরদের অনেকেই অংশগ্রহণ করেন দলীয় জেলা পার্টি অফিস থেকে।

অন্যদিকে পুরসভা থেকেও এই ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন এবং কলকাতা থেকে সরাসরি এই বৈঠকে অংশ নেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সবার সামনেই প্রাক্তন কাউন্সিলররা বর্তমান চেয়ারপার্সনকে রীতিমতন তুলোধোনা করেন বলে জানা গেছে। মুখ্য প্রশাসকমন্ডলীর সদস্য সুমালা আগরওয়াল চেয়ারপার্সনের বিরুদ্ধে ইঙ্গিত দেন বলে জানা গেছে। আপাতত দুই শিবিরের মধ্যে মেলবন্ধন ঘটবে কিনা সেদিকে লক্ষ্য রাখবে রাজনৈতিক মহল।

তবে বিশেষজ্ঞদের মতে, ইংরেজবাজার পৌরসভা ঘিরে যেভাবে তৃণমূলের দলীয় অন্তর্কলহ সামনে এলো তা কিন্তু তৃণমূল শিবিরে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলবে। এই পরিস্থিতি যদি এখনই না সামলানো যায়, তাহলে কিন্তু পরবর্তীতে তৃণমূল শিবিরকে যে বিপাকে পড়তে হবে সে ব্যাপারে নিঃসন্দেহে রাজনৈতিক মহলের একাংশ। আপাতত কো-অর্ডিনেটর নিয়োগ এর ফলে ইংরেজবাজার পৌরসভার সমস্যা মেটে কিনা, সেদিকেই এখন লক্ষ্য থাকবে সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!