এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট শীর্ষ নেতারা নন, তৃনমূলের প্রচারের মুখ এখন বিজেপি থেকে আগত এই নেত্রীই! প্রশ্ন দলে

হেভিওয়েট শীর্ষ নেতারা নন, তৃনমূলের প্রচারের মুখ এখন বিজেপি থেকে আগত এই নেত্রীই! প্রশ্ন দলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পরই বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছিলেন সৌমিত্র খাঁ এর সহধর্মীনি সুজাতা খাঁ। আর গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখানোর পর থেকেই এই সুজাতাদেবীকে বিভিন্ন জায়গায় সভা-সমিতিতে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। তৃণমূলের মুখপাত্রদের সঙ্গে বিভিন্ন এলাকায় গিয়ে বক্তব্য রেখে ভারতীয় জনতা পার্টিকে কড়া ভাষায় আক্রমণ করছেন সুজাতা দেবী। এককালে সৌমিত্র খাঁ তৃণমূল কংগ্রেস ছেড়ে গত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন।

আর সেই সময় তার সাথেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তার স্ত্রী সুজাতা মন্ডল খাঁ। কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার সাথে সাথেই বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে নাম লেখান সুজাতাদেবী। যা নিয়ে বহু জলঘোলা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু যত দিন যাচ্ছে, ততই সদ্য বিজেপি থেকে তৃণমূলে নাম লেখানো এই সুজাতা খাঁ তৃণমূলের অন্যতম প্রচারের মুখ হয়ে উঠতে শুরু করেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই হাটকালনা পঞ্চায়েতের তালবোনা এলাকায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। যেখানে প্রাণকৃষ্ণ দেবনাথ নামে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আর বুধবার সেই এলাকাতেই প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেস। একইভাবে মেমারির সাতগেছিয়াতে বিজেপি নেতা মুকুল রায়ের সভার পাল্টা সভা করতে দেখা যায় ঘাসফুল শিবিরকে। যেখানে উপস্থিত ছিলেন সুজাতা দেবী। জানা যায়, এদিন কালনায় মঞ্চের সামনে তৈরি হাইমাস্ট আলোর স্তম্ভে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মন্ডলের নাম দেখে তাকে কটাক্ষ করেন সুজাতা মন্ডল।

তিনি বলেন, “ওই ল্যাম্পপোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দেওয়া। 2014 সালে আপনারা ওনাকে আশীর্বাদ করেছিলেন। 2019 সালে নেত্রীর আশীর্বাদে আবার নির্বাচিত হয়েছেন। কিন্তু দেড় বছরের মাথায় আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন।” আর সুজাতা খাঁ এর এই মন্তব্যেই কার্যত পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস এবার এই হেভিওয়েট নেত্রীকে প্রচারের অন্যতম মুখ হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। এক্ষেত্রে একাংশ বলছেন, তৃণমূল আসলে কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছে। সৌমিত্র খাঁ এখন বিজেপিতে থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করছেন। আর তার সহধর্মিণী তৃণমূলে এসে এখন তাকেই প্রচারের মুখ হিসেবে সামনে রেখে বিজেপিকে কটাক্ষ করে অস্বস্তি বাড়িয়ে দিতে চাইছে ঘাসফুল শিবিরের বলেই মত একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে সুজাতা খাঁ এই কথা বললেও তাকে গুরুত্ব দিতে চাননি সুনীল মণ্ডল। তিনি বলেন, “ওরা রাজনীতির লোক নয়। যেমন শেখাচ্ছে, তেমন বলছে। ভগবানের কাছে প্রার্থনা করি, ওদের যেন সুবুদ্ধি হয়। আমি ওকে বোনের মত স্নেহ করি। সৌমিত্রর বউ হিসেবে আমাকে প্রমাণ প্রণাম করেছে। খাবার বেড়ে দিয়েছে। সে যদি গালিগালাজ করে, তাহলে তা আশীর্বাদ বলেই মনে করছি।” অর্থাৎ সুজাতা খাঁ তাকে কটাক্ষ করলেও, তিনি যে এই ব্যাপারটিকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না, তা নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডল। কিন্তু দিনের শেষে সুজাতা খাঁকে নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে তৈরি হয়েছে গুঞ্জন।

তাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেস এখন বেশি করে মহিলা মুখদের সামনে আনতে চাইছে। সেক্ষেত্রে নারী শক্তির ওপর ভর করেই এখন বিজেপিকে কুপোকাত করতে চাইছে ঘাসফুল শিবির। আর সেই কারণেই এবার বিভিন্ন জায়গায় সভা-সমিতিতে অন্যতম বক্তা হিসেবে সামনে রাখা হচ্ছে সদ্য বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সুজাতা মন্ডলকে। তাহলে কি আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদের স্ত্রী তৃণমূলের অন্যতম প্রচারের মুখ হয়ে উঠতে চলেছে! এখন তা নিয়েই জল্পনা তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!