এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনা নিয়ে রাজ্যের চাপ বাড়িয়ে হাইকোর্টে বামেরা

ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনা নিয়ে রাজ্যের চাপ বাড়িয়ে হাইকোর্টে বামেরা

লকডাউনের ভিন রাজ্যে আটকে থেকে রাজ্যের শ্রমিকদের ফেরানোর দাবিতে এবার হাইকোর্টে আবেদন করলেন বামেরা। জানা হচ্ছে রাজ্যের বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ লকডাউন এ রাজ্যের শ্রমিকদের মজুরির আর্জি নিয়ে এবং ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনার আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই নিয়ে মামলাকারী সংগঠনের আইনজীবী জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ কার্যকর করে লকডাউনের জেরে সব শিল্প বন্ধ আছে ফলে শ্রমিকদের অবস্থা শোচনীয়। আর তাই সব শ্রমিকদের পুরো মজুরি দিতে হবে বলে আর্জি জানানো হয়েছে মহামান্য আদালতের কাছে।

শুধু তাই নয়, অনেক শ্রমিক ভিন রাজ্যে লক ডাউনের জেরে আটকে পড়েছে ,তাদের বিনা খরচে ফেরত আনার ও তাদের খাবার, স্বাস্থ্য পরীক্ষা সহ থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারকেই নেওয়ার দাবি করা হয়েছে। আর সেই মর্মেই হাইকোর্টে আর্জি জানানো হয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!