এখন পড়ছেন
হোম > জাতীয় > হঠাৎই দিল্লি সফর বাতিল করলেন মমতা! ভয় পেয়েছেন, কটাক্ষ বিজেপির!

হঠাৎই দিল্লি সফর বাতিল করলেন মমতা! ভয় পেয়েছেন, কটাক্ষ বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- হয়ত সত্যিই মিথ্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী এমনি এমনি এই কথা বলেন না। তার এই কথা বলার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। আর সেটা আবার প্রমাণ হয়ে গেল। কেন, কোন বিষয়ে এমনটা বলা হচ্ছে? তার প্রধান কারণ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী আজ সন্ধ্যায় দিল্লি পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তিনি নবান্নের সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন যে, তিনি দিল্লি যাচ্ছেন না। কারণ 8 তারিখ বাজেট অধিবেশন রয়েছে। আর সেই কারণে তার এখন দিল্লি যাওয়া সম্ভব নয়। তার বদলে তিনি তার দলের পক্ষ থেকে দুজন সাংসদকে পাঠাচ্ছেন এক দেশ এক ভোটের বৈঠকে অংশগ্রহণ করবার জন্য। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যতই বাজেট অধিবেশনের কারণ দেখিয়ে দিল্লি সফর বাতিল করার কথা বলুন না কেন, এর পেছনে অন্য গন্ধ পাচ্ছে বিরোধীরা। তারা বলছেন, ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন বিরোধীদের পক্ষ থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভয়ে পেয়েছেন বলে দিল্লি সফর বাতিল করেছেন, এমনটা বলা হচ্ছে?

প্রসঙ্গত, এক দেশ এক ভোটের থেকেও এর আগে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ বৈঠক দিল্লিতে হয়েছে। কিন্তু অনেক বৈঠকেই যাননি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই এই বৈঠকে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার কথা শোনা যেতেই নানা মহলে একটা প্রশ্ন তৈরি হয়। অনেকে আবার এটাও বলতে শুরু করেন যে, বৈঠক হলে তো সেদিনই যাওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু হঠাৎ করেই কেন আগের দিন সন্ধ্যেবেলা দিল্লি পৌঁছে যাচ্ছেন! তাহলে কি ঝাড়খণ্ডের ঘটনায় ভয় পেয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী? তাই কি বিজেপির কাছে সেটিংয়ের বার্তা নিয়ে তিনি আগের রাতেই দিল্লি পৌঁছে যাচ্ছেন যাতে তার দিকে আঁচ না আসে!

তবে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই জানিয়ে দিলেন যে, তিনি দিল্লি যাচ্ছেন না। আর এর প্রধান কারণ হিসেবে বললেন, হাতে নাকি দুইদিন সময় আছে বাজেট অধিবেশনের। সেই কারণে তিনি এই সময় দিল্লি যাচ্ছেন না। এখন প্রশ্ন হচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় কি হঠাৎ করেই নিজের বাজেট অধিবেশনের দিন ঠিক করে নিয়েছেন! এর আগে তিনি জানতেন না যে, এই দিন এই বাজেট অধিবেশন হবে! আর তার কথা মতই যখন সবকিছু চলে, তার কথা অনুযায়ীই যখন বিধানসভার সমস্ত কাজকর্ম পরিচালিত হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন এই ধরনের নাটুকে কথাবার্তা সাধারণ মানুষ বিশ্বাস করবেন না।

হয়তো আসল কথাটাকে এড়িয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারন তিনি দিল্লি পৌঁছে যাওয়ার আগেই সেখানে পৌঁছে গিয়েছেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে সমস্ত তথ্য তুলে ধরেছেন, তাতে দিল্লি গিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের সঙ্গে সেটিংয়ের বিষয়টি তুলেও ধরেন, তাহলে বিজেপির পক্ষ থেকে তার সেই প্রস্তাব প্রত্যাখ্যাত করা হতে পারে। তাই ভয়েই আগেভাগে নিজের দিল্লি সফর থেকে সরে আসলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেই দাবি একাংশের।

পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সিদ্ধান্ত নিলে তা থেকে পিছিয়ে আসার মত মানুষ নন। এই ধরনের ঘটনা তার ক্ষেত্রে খুব কম হয়েছে। স্বাভাবিক ভাবেই তার দিল্লি যাওয়ার সব রকম পরিকল্পনা যখন ঠিকঠাক, তখন তিনি হঠাৎ করে সেখান থেকে পিছিয়ে আসলেন শুধুমাত্র বাজেট অধিবেশনের কারণ দেখিয়ে, এটা মেনে নিতে পারছেন না অনেকেই। তারা বলছেন, বিষয় তো কিছু একটা রয়েছেই, গল্প তো এমন কিছু একটা রয়েছে যে, দিল্লিতে গেলে হয়ত মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ানক চাপে পড়ে যেতে পারেন। তাই শেষ পর্যন্ত তিনি বাজেট অধিবেশনের কারণ দেখিয়ে সেই দিল্লি যাওয়া থেকে পিছিয়ে এলেন। তবে যদি সত্যিই এরকম কোনো কারণ থাকে, তাহলে যত সময় যাবে, ততই সেই কারণ অনুসন্ধানের কি রিপোর্ট উঠে আসে, তা সকলের সামনে স্পষ্ট হয়ে যাবে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!