এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > খোলা আকাশের নীচে পরে নষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর সাধের সবুজসাথী প্রকল্পের শত-শত সাইকেল

খোলা আকাশের নীচে পরে নষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর সাধের সবুজসাথী প্রকল্পের শত-শত সাইকেল


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্বপ্নের উন্নয়ন প্রকল্পের নাম – সবুজসাথী। স্কুলে যাতায়াতের সুবিধার জন্য স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয় এই প্রকল্পে। কিন্তু মুখ্যমন্ত্রীর সাধের সেই প্রকল্পের কয়েকশো সাইকেল চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের মাঠে, খোলা আকাশের নীচে প্রায় ১৫ মাস ধরে অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। স্বাভাবিক নিয়মেই অব্যবহারের ফলে সাইকেল গুলির চাকায় হাওয়া নেই, হ্যান্ডেল বেঁকে গিয়েছে, স্ট্যান্ড ঢুকে গিয়েছে, এমনকি ব্রেকও ঝুলে গিয়েছে। মহকুমা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৬ সালের ডিসেম্বরে ‘সবুজসাথী’ প্রকল্পে বঙ্গ বিদ্যালয় সহ চন্দননগরের কয়েকটি স্কুলের জন্য প্রায় এক হাজার সাইকেল আসে। যার মধ্যে ৩২৬ টি সাইকেল বিলি হয় বঙ্গ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আর কিছু সাইকেল অন্য একটি স্কুলের খাতে যায়। বাকি অবশিষ্ট সাইকেল গুলির স্থান হয় বঙ্গ বিদ্যালয় স্কুলের মাঠে।

কেন এইভাবে অবহেলায় অযত্নে সাইকেলগুলি নষ্ট হচ্ছে সেই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বঙ্গ বিদ্যালয়ের টিচার ইনচার্জ রবীন্দ্রনাথ ঘোষাল। রবীন্দ্রনাথ বাবুর কথা অনুসারে স্কুল মাঠ টি সাইকেল গুলি রাখার জন্যে নেওয়া হয়। কিন্তু সাইকেল বিলি বা অবশিষ্ট সাইকেল জমা পরে থাকার বিষয়ে তিনি কিছুই জানেন না। প্রসঙ্গত, বঙ্গ বিদ্যালয় স্কুলটি পুরসভা পরিচালিত, আর তাই এই বিষয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তীর সঙ্গে সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে তিনি জানান, কী কারণে সাইকেলগুলি পড়ে রয়েছে সে ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। অন্যদিকে জেলাশাসক সঞ্জয় বনশল এবং চন্দননগরের মহকুমাশাসক সানা আখতার উভয় প্রশাসনিক কর্তাই এই বিষয়ে কিছু জানেননা বলে জানিয়েছেন। যদিও প্রশাসনের তরফেই একটি অংশ দাবি করেন যে মহকুমা প্রশাসন সাইকেল বিলির বিষয়টি পরিচালনা করে থাকে। তাই স্বাভাবিকভাবেই মহকুমা প্রশাসনেরই জানার কথা কোন স্কুলে কত সাইকেল কবে পাঠানো হবে। এরপরে মহকুমা শাসকের কানে এই কথা গেলে তিনি জানান, খোলা আকাশের নীচে সাইকেলগুলি পড়ে রয়েছে, এ কথা আমি জানি না। অবিলম্বে বিলি করার ব্যবস্থা করছি। কোনও সাইকেল খারাপ হয়ে থাকলে মেরামত করেই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!