এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > গোপন গোয়েন্দা রিপোর্ট জমা পড়ল নবান্নে, চিন্তার ভাঁজ শাসকদলের কপালে

গোপন গোয়েন্দা রিপোর্ট জমা পড়ল নবান্নে, চিন্তার ভাঁজ শাসকদলের কপালে

পঞ্চায়েত নির্বাচন রীতিমত উতপ্ত রাজ্য-রাজনীতি। শাসকদলের লাগামহীন সন্ত্রাসের ফলে অধিকাংশ আসনেই প্রার্থী দিতে পারা যায় নি বলে বিরোধীদের অভিযোগ। তার মাঝেই এক সর্বভারতীয় নিউজ পোর্টালের বাংলা সংস্করনে প্রকাশিত হল এক বিস্ফোরক খবর। ওই পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী, অন্যান্যবারের মতোই এবারেও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ নিজেদের মতো করে একটি সমীক্ষা করেছে এবং তা ইতিমধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে। সেই রিপোর্টে যেসব তথ্য উঠে এসেছে এককথায় তা চোখ কপালে তুলে দেওয়ার মত। ওই পোর্টালের খবর অনুযায়ী, রিপোর্ট থেকে জানা যাচ্ছে –

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

১. পঞ্চায়েত নির্বাচনে বেনজির সন্ত্রাস সাধারণ জনমানসে প্রবলভাবে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে
২. পুলিশ প্রতিটি ঘটনায় যে ভাবে নিস্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করেছে তা ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ
৩. আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় পুলিশের উপরে আস্থা কমেছে সাধারনের
৪. রাজ্যবাসী এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন
৫. কিন্তু, তাঁকে ঘিরে থাকা নেতা-কর্মীদের উপরে আর বিশ্বাস রাখতে পারেছে না মানুষ
৬. বাম আমলের মতোই দলীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে দুর্নীতিতে জড়াচ্ছেন নেতারা
৭. গ্রামাঞ্চলে অকারনে নিপীড়িত হচ্ছেন সাধারণ মানুষ
৮. দুর্নীতিতে যুক্ত নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জায়গায় তাঁদের আবার নির্বাচনে লড়ার ব্যবস্থা করে দিচ্ছে শাসকদল, যা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না
৯. এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মনে তৃণমূলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে
১০. বিরোধী শূন্য করার নীতি নিয়ে শাসকদলের লাগামহীন সন্ত্রাসের ফলে সমাজের একটা অংশ বিজেপির দিকে ঝুঁকছে
১১. কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, নদীয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম – এই জেলাগুলিতে সাধারণ মানুষ প্রবলভাবে বিজেপির দিকে ঝুঁকছে
১২. শাসকদল যদি রাজনৈতিক সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে বিজেপির ভোটব্যাঙ্ক আরো বাড়তে পারে
১৩. বামফ্রন্ট ও কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের আস্থা নেই

** যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!