এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ইডির নোটিশ পাওয়া নিয়ে তীব্র তরজায় তৃণমূল ও বিজেপি, চড়ছে উত্তাপ

ইডির নোটিশ পাওয়া নিয়ে তীব্র তরজায় তৃণমূল ও বিজেপি, চড়ছে উত্তাপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে তোলপাড় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে সিবিআই এর নোটিশ আসা নিয়ে। আর আজ সোমবার সকাল থেকে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়েকে ইডির তরফ থেকে নোটিশ যাওয়ার জল্পনায়। যথারীতি ফিরহাদ হাকিম বেলা শেষে এই জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়ে দেন, তিনি বা তাঁর মেয়ে কোন নোটিশ পাননি কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে।

পাশাপাশি তিনি ক্ষোভ উগরে দেন গেরুয়া শিবিরের প্রতি। তিনি দাবি করেন, বিজেপি ইচ্ছাকৃতভাবেই চক্রান্ত করে এধরনের জল্পনার জন্ম দিচ্ছে। তবে ফিরহাদ হাকিম মন্তব্য রাখার কিছু সময় পরেই দক্ষিণেশ্বর থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পাল্টা একহাত নিলেন তাঁকে। শুভেন্দু প্রশ্ন তোলেন, ফিরহাদ হাকিমের মেয়ের এতগুলি ফ্ল্যাট কি করে এলো? একই সাথে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআই তলব নিয়েও তীব্র কটাক্ষ করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই আক্রমণের নিশানায় রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গেরুয়া শিবিরে আসার পর থেকেই শুভেন্দু তৃণমূলের দুর্নীতি নিয়ে ব্যাপকভাবে মুখ খুলেছেন। আর সেই দুর্নীতি প্রসঙ্গে এদিন তিনি কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। অন্যদিকে, ফিরহাদ হাকিম শভেন্দুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া না জানালেও সার্বিকভাবে ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন, তিনি রাজনীতি করেন বলেই তার পরিবারের ওপর আক্রমণ করা হচ্ছে।

পাশাপাশি তিনি জানান, তাঁর মেয়ে একটি চাকরি করে এবং সেই চাকরির উপার্জনেই সে জীবন-যাপন করে। খুব স্বাভাবিকভাবেই আজ দিনভর উত্তাল ছিল রাজ্য-রাজনীতি। তীব্র চাপানউতোর চলল ফিরহাদ হাকিম এবং তাঁর মেয়ে ইডির নোটিশ পেয়েছে কি পায়নি, তাই নিয়ে। তবে সবকিছুর উপরে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক দ্বন্দ্ব। আর তা বর্তমান সময়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে দাবী রাজনৈতিক মহলের। যথারীতি সিবিআই ও ইডির নোটিশ আসা নিয়েও তৃণমূল ও বিজেপির তরজা শুরু হয়ে গেছে পুরোদমে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!