এখন পড়ছেন
হোম > জাতীয় > ভারতেও এবার শুরু হয়ে গেল কমিউনিটি ট্রান্সমিশন? করোনা নিয়ে সামনে এল বিস্ফোরক রিপোর্ট!

ভারতেও এবার শুরু হয়ে গেল কমিউনিটি ট্রান্সমিশন? করোনা নিয়ে সামনে এল বিস্ফোরক রিপোর্ট!

করোনায় ভারতবর্ষ দ্বিতীয় ধাপ থেকে যাতে তৃতীয় ধাপে না যায়, তার জন্য দেশ লকডাউন করে দেওয়া হয়েছে‌। নেওয়া হয়েছে সমস্ত রকম প্রস্তুতি। সামাজিক সংক্রমণ যাতে না হয় তার জন্য সমস্ত পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। কেননা একবার সামাজিক সংক্রমণ হতে শুরু করলে ভারতবর্ষের মত জনবহুল দেশে তা আটকানো যাবে না বলেই আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। কিন্তু বিশেষজ্ঞদের সেই আশঙ্কাই হয়ত এবার সত্যি হতে চলেছে।

অবশেষে করোনায় ভারতবর্ষের দুঃসময় চলে এল। সূত্রের খবর, ইন্ডিয়ান কাউন্সিল অফ রিসার্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারতবর্ষে সামাজিক সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, আইসিএমআর গত পাঁচ সপ্তাহ ধরে তাদের গবেষণা চালাচ্ছে। যেখানে তারা 5911 জন করোনা আক্রান্ত রোগীকে টেস্ট করে 104 জনের পজেটিভ রিপোর্ট পেয়েছে। আর তা দেখেই এখন আইসিএমআর সন্দেহ করতে শুরু করেছে যে, ভারতে সামাজিক সংক্রমনের প্রকোপ শুরু হয়ে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে দেশের 15 টি রাজ্যের 1% মানুষ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি ইলনেসের শিকার‌। যাকে খুব একটা ভালো চোখে দেখছে না আইসিএমআর। অন্যদিকে আইসিএমআরের রিপোর্টে দেখা গেছে, ভারতবর্ষে মহিলাদের থেকে বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন পুরুষরা। আর এই সমস্ত কিছু দেখে ইন্ডিয়ান কাউন্সিল অফ রিসার্চ আঁচ করতে শুরু করেছে যে, ভারতবর্ষে এবার বুঝি করোণায় চরম সমস্যার সময়টি চলে এল।

তবে সামাজিক সংক্রমণ যদি ভয়াবহ আকার নিয়ে নেয়, তাহলে তা থেকে বাঁচবার উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, এর থেকে বাঁচবার একটাই উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু লকডাউন করা সত্ত্বেও যেভাবে তা বিঘ্নিত হতে দেখা যাচ্ছে ভারতবর্ষে, তাতে কিভাবে ভারতবর্ষ এই রোগ থেকে মুক্তি পাবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অভিজ্ঞদের অন্দরমহলে। সাধারণ মানুষ লকডাউন না মানলে – কেন্দ্র বা রাজ্যকে আরও কড়া ব্যবস্থা নিতে হবে বলেও জানাচ্ছে বিশেষজ্ঞ মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!