এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্বাধীনতা দিবসে এলাকাবাসীর জন্য বড়সড় ‘উপহার’ ঘোষণা হেভিওয়েট তৃণমূল সাংসদের, জানুন বিস্তারে

স্বাধীনতা দিবসে এলাকাবাসীর জন্য বড়সড় ‘উপহার’ ঘোষণা হেভিওয়েট তৃণমূল সাংসদের, জানুন বিস্তারে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট বড় বালাই। ভোটের আগে সকল নেতা-মন্ত্রী হতে চান কল্পতরু। কারণ জনতা জনার্দনকে তুষ্ট রাখতে পারাটাই যে ভোটযজ্ঞে সাফল্যের মূলমন্ত্র, সে ব্যাপারটি কারোর কাছেই অজানা নয়। প্রসঙ্গত আগামী ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে, গতকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের দিনে নিজের সংসদীয় এলাকা বসিরহাটের জেলা হাসপাতালে করোনা ওয়ার্ড নির্মাণের একটি বিরাট ঘোষণা করলেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান।

প্রসঙ্গত, গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন বলিউডের নামজাদা অভিনেত্রী নুসরাত জাহান। সাংসদ হওয়ার পর সম্প্রতি এই বলিউড অভিনেত্রীর দায়িত্ব ও কর্তব্যের গন্ডি যে অনেকটাই বেড়ে গিয়েছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। সংসদ হিসেবে দায়িত্ব নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তাঁর বিষয়ে সচেতনতা লক্ষ্য করা গেল গতকালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও।

প্রসঙ্গত চলতি বছরে দেশে করোনা সংক্রমনের ভয়াবহতার কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ততম করার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে। গতকাল সকাল বেলা নিজের সংসদীয় এলাকার বসিরহাটে স্বামী নিখিল জৈনকে নিয়ে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপস্থিত হলেন এলাকার সংসদ তথা নামজাদা টলিউড অভিনেত্রী নুসরাত জাহান।

পূর্বনির্ধারিত অনুষ্ঠানসূচী অনুযায়ী, গতকাল সকাল বেলা বসিরহাট কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করলেন সাংসদ। জাতীয় পতাকা উত্তোলন সম্পন্ন করার পর তিনি নেতাজির ছবিতে মাল্যদান এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলেন। এরপর তিনি বসিরহাট জেলা হাসপাতাল ও সেই সেইসঙ্গে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বসিরহাট জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল স্বাস্থ কাঠামো, স্বাস্থ্যব্যবস্থার সমস্ত কিছু খুঁটিয়ে পরিদর্শন করেন তিনি। তারপর হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে তিনি কথা বলেন। হাসপাতালে তাদের সমস্ত রকম সুবিধা অসুবিধার ব্যাপারে তিনি বিস্তারিতভাবে আলোচনা করেন রোগীদের সঙ্গে। এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে রোগীদের হাতে তাঁকে ফল তুলে দিতেও দেখা গেছে।

এরপর তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক বিশেষ বৈঠক করে বসিরহাটের সাম্প্রতিক করোনা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খবর ও রিপোর্ট সংগ্রহ করেন এবং সেইসঙ্গে করোনা সংক্রমণ মোকাবিলার জন্য হাসপাতালের পক্ষ থেকে কি কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলি তিনি সুচারুভাবে পর্যবেক্ষন করেন।

হাসপাতাল আধিকারিকের সঙ্গে জরুরি বৈঠকের পরেই, তিনি জেলার সাম্প্রতিক করোনা পরিস্থিতির মোকাবিলার জন্যে বসিরহাট হাসপাতালে নতুন করে একটি করোনা ওয়ার্ড নির্মাণের বিরাট সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। সেইসঙ্গে বসিরহাটের সাম্প্রতিক বর্ধিত করোনা পরিস্থিতি নিয়ে তিনি যে যথেষ্ট চিন্তিত ও উদ্বিগ্ন আছেন সে কথাও তিনি প্রকাশ করতে ভোলেননি। বসিরহাটের বর্ধিত করোনা পরিস্থিতির মোকাবিলার জন্যেই যে তাঁর এই প্রস্তাব, সে কথা তিনি হাসপাতাল আধিকারিকদের জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!