এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ইন্ডি জোট নিয়ে বৃথা হম্পাই ডম্পাই, মমতাকে চরম প্রেস্টিজে ফেললেন দিলীপ!

ইন্ডি জোট নিয়ে বৃথা হম্পাই ডম্পাই, মমতাকে চরম প্রেস্টিজে ফেললেন দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দেশে বিরোধী জোট বলে কিছু নেই। কিন্তু তারপরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে দাবি করছেন, তিনি নাকি ইন্ডিয়া জোটকে সরকার গড়তে সাহায্য করবেন, বাইরে থেকে নাকি সমর্থন করবেন। একে তো আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, তারা নাকি সর্বভারতীয় স্তরে সরকার গঠন করবে! সত্যিই এটা শুনলে সকলেই হাসছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কটাক্ষ করতে গিয়ে তৃণমূল নেত্রীকে চরম প্রেস্টিজের মুখে ফেলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এমন পরিস্থিতি তৈরি করে দেব যে, তৃণমূলকে এবার কেউ ডাকবে না। ওদের এমন দশা তৈরি হবে যে, জাতীয় স্তরে ওদের কোনো ভূমিকা থাকবে না।” একাংশ বলছেন, চতুর্থ দফার ভোটের শেষে বাংলাতেই তৃণমূলের শোচনীয় দশা। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব পেতে এবং পরবর্তী দফা গুলোতে ভালো ফলাফলের জন্য এই সমস্ত বিভ্রান্তিকর কথা বলছেন। তবে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাতেই যখন তৃণমূল কোনঠাসা হয়ে যাবে, তখন জাতীয় স্তরে তাদের গুরুত্ব কি করে থাকবে, সেই বার্তা দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে লজ্জার মুখে ফেলে দিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!