এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ইন্ডি জোট স্বপ্ন দেখলেও বাংলায় দফারফা এই নেতার! বিষন্ন মনে কি বললেন?

ইন্ডি জোট স্বপ্ন দেখলেও বাংলায় দফারফা এই নেতার! বিষন্ন মনে কি বললেন?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পরপর পাঁচবার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন অধীর রঞ্জন চৌধুরী‌। কেউ ভাবতেও পারেনি যে, তাকে কেউ পরাজিত করতে পারে। কিন্তু এবার সেই অধীর চৌধুরী তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন। স্বাভাবিকভাবেই সর্বভারতীয় স্তরে যখন অধীর চৌধুরীর দল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের একটা ভালো ফলাফল হয়েছে, যখন শক্তিশালী বিরোধী দল গঠন হবে বলে মনে করা হচ্ছে, তখন সাংসদ না হওয়া রীতিমত মন খারাপের পরিস্থিতি তৈরি করেছে সেই অধীরবাবুর মধ্যে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে অধীর চৌধুরীকে একটি প্রশ্ন করা হয়‌। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি সাংসদ হয়েছিলাম, বিরোধী দলনেতা ছিলাম। একটা বাঙালি ঘরের ছেলে হিসেবে হয়ত আমি অনেক পেয়েছি। মানুষ হয়ত ভেবেছে যে, আমাকে অনেক দেওয়া হয়ে গেছে। তাই এবার আমি পরাজিত হয়েছি। তাই মন খারাপ হলেও কিছু করার নেই।”

অর্থাৎ সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট বা তার দল কংগ্রেস হয়ত ভালো ফলাফল করেছে। আগামী দিনে হয়ত বিরোধী শক্তি হিসেবে তারা অনেকটাই সরব হবে। কিন্তু সেই জায়গায় অধীর চৌধুরী এবার না জেতার কারণে বিরোধী দলনেতা তো দূরের কথা, সংসদে পর্যন্ত পা রাখতে পারবেন না। তাই নিজের দলের ভালো ফলাফল হলেও নিজের এই শোচনীয় পরাজয় রীতিমত বিষন্ন করে তুলেছে মুর্শিদাবাদের রবিনহুড বলে পরিচিত এই নেতাকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!