এখন পড়ছেন
হোম > জাতীয় > ইন্ডি জোট ভাঙতে নতুন চক্রান্ত মমতার? বড় বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা!

ইন্ডি জোট ভাঙতে নতুন চক্রান্ত মমতার? বড় বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ইন্ডি জোট যখন সরকার গঠন গড়তে পারল না, তখন বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এবার মুম্বইতে গিয়ে তৃণমূলের একটি প্রতিনিধি দল বৈঠক করলেন শরদ পাওয়ারের সঙ্গে। স্বাভাবিকভাবেই এই চিত্র সামনে আসতেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিরোধী জোটে থেকে সুবিধে হবে না জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের গ্রহণ যোগ্যতা বাড়াতে বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন?

সূত্রের খবর, এদিন সেবির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের আগেই মুম্বইতে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। যেখানে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ। তবে শুধু শরদ পাওয়ার নয়, এরপর তারা উদ্ধব ঠাকরের সঙ্গেও বৈঠক করবেন বলে খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, ইন্ডি জোটকেও কি এবার ভাঙ্গার চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস? কারণ সেখানে কংগ্রেস যেহেতু প্রধান দল, তাই কিছুটা চাপে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই সরকার যখন দখল করা গেল না, তখন কি নিজেদের সুবিধার জন্য অংগ্রেসি দলগুলোর সঙ্গে আলোচনা করে নতুন রাজনৈতিক সমীকরণের চেষ্টা করছে পশ্চিমবঙ্গের শাসক দল? যদি তাই হয়, তাহলে ইন্ডি জোটের পিন্ডি চটকে যাওয়ার পাশাপাশি আম এবং ছালা দুটোই যাবে তোলামূলের নেতাদের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!