এখন পড়ছেন
হোম > অন্যান্য > কোনো বিদেশী ভ্যাক্সিন নয় ভারতে তৈরী টীকাই দেশবাসীকে করোনা-মুক্ত করবে! বুক ঠুকে জানালেন মোদী

কোনো বিদেশী ভ্যাক্সিন নয় ভারতে তৈরী টীকাই দেশবাসীকে করোনা-মুক্ত করবে! বুক ঠুকে জানালেন মোদী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভ্যাকসিন হাতে পাবার আশায় চাতকের মত অপেক্ষা করছে বিশ্ববাসী। কারণ প্রচলিত মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, গ্লাভস, সামাজিক দূরত্ব, লকডাউন কোন কিছুই সঠিক অর্থে রোধ করতে পারছেনা করোনাকে। দিনে দিনে বাড়ছে করোনার সংক্রমণ। করোনা সংক্রামিত দেশগুলির মধ্যে সম্প্রতি শীর্ষে পৌঁছে গেছে ভারত। সম্প্রতি ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। করোনার প্রতিষেধক তৈরিতে নিয়োজিত বিশ্বের বহু দেশ। ভারতেও জোরকদমে চলছে যার কাজ।

রাষ্ট্রসঙ্ঘের ৭৫ তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জেনারেল অ্যাসেম্বলিতে বিশেষ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই বক্তৃতায় তিনি করোনা ভ্যাকসিন এর ব্যাপারে সম্পূর্ণ বিশ্ববাসীকে আশার আলো দেখালেন। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, করোনার ভ্যাকসিন তৈরির কাজে অনেকদূর পর্যন্ত এগিয়ে গেছে ভারতবর্ষে। সেইসঙ্গে তিনি জানালেন যে, গোটা বিশ্বকে করোনার ভ্যাকসিন সরবরাহ করার ক্ষমতা রাখে ভারত। এর সঙ্গে সঙ্গেই করোনা নিবারণে রাষ্ট্রসংঘ কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সে বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের কাছে জানতে চাইলেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বললেন, ” ‌সময়ের সঙ্গে বদলাচ্ছে চ্যালেঞ্জ। তাই আমাদেরও বদলাতে হবে। রাষ্ট্রসংঘের আত্মসমীক্ষার সময় এসেছে। গোটা বিশ্ব গত সাত–আটমাস ধরে করোনার বিরুদ্ধে লড়ছে। তখন কী পদক্ষেপ করেছে রাষ্ট্রসংঘ? ‌’‌’ এরপর করোনা ভ্যাকসিন আবিষ্কারে ভারতের প্রচেষ্টা সম্পর্কে প্রধানমন্ত্রী দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ” ‌করোনার এই কঠিন সময়েও ভারত ১৫০টি দেশকে ওষুধ সরবরাহ করেছে। ভারতের ভ্যাকসিন এখন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে। দেশ এবং প্রতিবেশী দেশগুলোতে এই ট্রায়ালের কাজ সম্পন্ন হবে। ভ্যাকসিন তৈরি হয়ে গেলে গোটা বিশ্বকে তা দিতেও অসুবিধা হবে না ভারতের। এজন্য কোল্ড স্টোরেজ-সহ অন্যান্য ব্যবস্থাপনা তৈরি রাখা হচ্ছে। করোনায় ত্রাতা হবে ভারতের ভ্যাকসিনই।’‌’

সম্প্রতি সারা বিশ্ববাসী যখন অধীর আগ্রহে করোনার ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে। সেই আবহে গত মাসে রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন তৈরির বিষয়ে। কিন্তু রাশিয়ার তৈরী এই করোনার ভ্যাকসিন তার তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন করতে না পারায় অনেকেই এর কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন ও সংশয়ে পড়েছেন। এই আবহে প্রধানমন্ত্রীর করোনা ভ্যাকসিন সম্পর্কিত এই ইতিবাচক ভাষণ যথেষ্ট আশ্বস্ত করেছে দেশবাসী তথা বিশ্ববাসীকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!