এখন পড়ছেন
হোম > খেলা > উত্তেজনার ফুটছে IPL-20! এর মাঝেই দল বদলাতে পারেন একঝাঁক তারকা? নতুন করে যোগ দেবেন আরও তিন?

উত্তেজনার ফুটছে IPL-20! এর মাঝেই দল বদলাতে পারেন একঝাঁক তারকা? নতুন করে যোগ দেবেন আরও তিন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হওয়া আইপিএল ২০২০ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। আট দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। ইতিমধ্যে পয়েন্ট তালিকায় ভীষণভাবে ওঠানামা দেখা যাচ্ছে। তারই মধ্যে আইপিএল ২০২০-এর মাঝ মরশুম ট্রান্সফাররের প্রক্রিয়াও চালু হতে চলেছে। জেনে নেওয়া যাক তার দিন, নিয়ম ও অন্যান্য তথ্য।

আইপিএলের আট দল একে অপরের সঙ্গে ক্রিকেটার অদল-বদল করতে পারবে। জাতীয় দলে খেলা বা না খেলা ক্রিকেটাররা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে বিসিসিআই সূত্রে খবর। তবে চলতি আইপিএলের নিলামের পর অবশিষ্ট তহবিল এই প্রক্রিয়ার জন্য ব্যবহার করতে পারবে না ফ্র্যাঞ্চাইজিগুলি।

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত দুই কিংবা তার কম ম্যাচ খেলা যে কোনও দলের ক্রিকেটার এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছে বিসিসিআই। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২০-এর মাঝ মরশুম ট্রান্সফারের প্রক্রিয়া। লিগ পর্যায়ে ১৪টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। সবকটি দলের সাতটি করে ম্যাচ খেলা হয়ে গেলে, ক্রিকেটার অদল-বদলের প্রক্রিয়া শুরু হবে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

এখনও পর্যন্ত যা খবর, আইপিএল ২০২০-তে অংশ নেওয়া আটটি দলই এই ট্রান্সফার প্রক্রিয়ায় যোগ দেবে। কার লাভ হবে আর কে লোকসানে থাকবে, তা এক নজরে দেখে নেওয়া যাক। আট দলের কোন কোন ক্রিকেটার তাতে অংশ নিতে পারবেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা নাইট রাইডার্স – প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, সিদ্ধেশ লাড, ক্রিস গ্রিন, এম সিদ্ধার্থ, নিখিল নায়েক।

দিল্লি ক্যাপিটালস – অজিঙ্ক রাহানে, আবেশ খান, হর্শল প্যাটেল, ইশান্ত শর্মা, কেমো পল, সন্দীপ লামিছানে, অ্যালেক্স ক্যারি, ললিত যাদব, ড্যানিয়েন সামস, তুষার দেশপান্ডে, মোহিত শর্মা।

সানরাইজার্স হায়দরাবাদ – বসিল থাম্পি, বিলি স্টানলেক, মহম্মদ নবি, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীবৎস গোস্বামী, সিদ্ধার্থ কৌল, ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কর, বিরাট সিং, ভাবনাকা সন্দীপ, ফ্যাবিয়েন অ্যালেন, সঞ্জয় যাদব।

মুম্বই ইন্ডিয়ান্স – আদিত্য তারে, ধবল কুলকার্নি, জয়ন্ত তারে, শেরফেন রাদার্ফোর্ড, মিচেল ম্যাকলেনাঘান, ক্রিস লিন, মহসিন খান, দিগ্বিজয় দেশমুখ, প্রিন্স বলবন্ত রাই।

চেন্নাই সুপার কিংস – কেএম আসিফ, ইমরান তাহির, এন জগদীশন, করণ শর্মা, মিচেল সান্টনার, মোনু কুমার, ঋতুরাজ গায়েকোয়াড়, আর সাই কিশোর, জোশ হ্যাজেলউড।

রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর – পার্থিব প্যাটেল, পবন নেগি, উমেশ যাদব, জোশ ফিলিপ, ডেল স্টেইন, শাহবাজ নাদিম, পবন দেশপান্ডে, অ্যাডাম জাম্পা।

রাজস্থান রয়্যালস – মায়াঙ্ক মারকান্ডে, অঙ্কিত রাজপুত, মনন ভোরা, শশাঙ্ক সিং, বরুণ অ্যারন, ওশেন থমাস, অনিরুদ্ধ যোশী, অ্যান্ড্রু টাই, আকাশ সিং, অনুজ রাওয়াত।

কিংস ইলেভেন পাঞ্জাব – আর্শদীপ সিং, দর্শন নালখান্ডে, হারদাস ভিলজোয়েন, ক্রিস গেইল, হরপ্রীত ব্রার, জে সূচিত, মুজিব উর রহমান, মুরুগান অশ্বিন, দীপক হুডা, ঈশান পোড়েল, ক্রিস জর্ডন, সীমরণ সিং, তাজিন্দর সিং।

এছাড়াও টুর্নামেন্টের মাঝ মরশুম ট্রান্সফারের হাত ধরে সেইসব ক্রিকেটারদেরই প্রত্যাবর্তন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে তাদের মধ্যে অন্যতম হলেন তিন মহারথী – মারকুটে ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ইউসুফ পাঠান। বলের গতিতে ব্যাটসম্যানের নাভিশ্বাস তুলে দিতে পারার ক্ষমতা রাখা বিনয় কুমার। এবং কম সুযোগ পেয়েও যে কোন মুহূর্তে ম্যাচের রং পরিবর্তনের ক্ষমতা রাখা মনোজ তিওয়ারি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!