এখন পড়ছেন
হোম > রাজ্য > জগদ্ধাত্রী পুজোর রোশনাই হাজার গুন বাড়িয়ে দিতে আজ হেলিকপ্টারে চন্দননগরে মুখ্যমন্ত্রী

জগদ্ধাত্রী পুজোর রোশনাই হাজার গুন বাড়িয়ে দিতে আজ হেলিকপ্টারে চন্দননগরে মুখ্যমন্ত্রী


প্রায় সমস্ত পুজোর উদ্বোধনের জন্য আসা আবেদন রক্ষা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশাসনিক চাপ অন্যান্য কারণে প্রায় সমস্ত পুজো উদ্বোধন করা সম্ভব হয়ে ওঠে না তার। আর তাইতো দুর্গাপুজোয় চন্দননগরে আসার কথা থাকলেও আসতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কাউকে নিরাশ ও করেন না তিনি। আর তাই এবার ঐতিহ্যমন্ডিত চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানাতে আজ দুপুরে পালপাড়া সার্বজনীন পূজো মন্ডপে উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধি মতে, গতকাল এবং আজ এই দুই দিন ধরেই এবার জগদ্ধাত্রী পুজোর অষ্টমী চলছে। আর এই পুজো ঘিরে গত কাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু তাই নয়, গতকাল সন্ধ্যার পর থেকেই চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর স্টেশন রোড, বারাসত, গোন্দলপাড়ার মূল রাস্তা এবং অলিগলিতে শুধুই চোখে পড়েছে আট থেকে আশির ভিড়। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল ছিল বাড়তি পুলিশ প্রশাসনও।

আর চন্দননগরের এই বিখ্যাত জগদ্ধাত্রী পুজোয় এবার মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়ে কিছুটা তৎপর জেলার প্রশাসনিক মহল। সূত্রের খবর, আজ সকালে বিধানসভার জরুরী কাজ সেরে নেতাজি ইন্ডোরে দলীয় বৈঠক শেষ করে দুপুর একটা নাগাদ হেলিকপ্টারে চন্দননগরের কুঠিরমাঠে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই 50 বছরে পদার্পণ করা পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ থেকেই গোটা চন্দননগর বাসীকে শুভেচ্ছা জানিয়ে ফের কলকাতার উদ্দেশ্যে ফিরে যাবেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর মুখ্যমন্ত্রীর এই সফরে যাতে কোনরূপ বিশৃঙ্খলা না হয় সেই কারণে এখন থেকেই যান চলাচল স্বাভাবিক রাখার দিকটিতে নজর দিচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। এমনকি ভিড় এড়াতে মুখ্যমন্ত্রীর এই সফরটি এখনই প্রকাশ্যে আনতে চাইছে না জেলা প্রশাসন। সব মিলিয়ে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানাতে এবার হেলিকপ্টারে আর কিছুক্ষণের মধ্যেই চন্দননগরের মাটিতে পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!