এখন পড়ছেন
হোম > জাতীয় > জাতীয় রাজনীতিতে শোরগোল এবার পাপড়ি চাট মন্তব্যে, সৌজন্যে তৃণমূল সাংসদ

জাতীয় রাজনীতিতে শোরগোল এবার পাপড়ি চাট মন্তব্যে, সৌজন্যে তৃণমূল সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট পেগাসাস ইস্যু নিয়ে জাতীয় রাজনীতিতে তীব্র শোরগোল চলছে। কার্যত বাদল অধিবেশন শুরু থেকেই পেগাসাস ইস্যু নিয়ে সরব হয় সংসদে বিরোধীরা। তাঁদের মধ্যে তৃণমূল অন্যতম। কার্যত পেগাসাস নিয়ে মোদি সরকারের বিবৃতি দাবি করে তাঁরা। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এ ব্যাপারে কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি আজ পর্যন্ত। অন্যদিকে বিরোধীদের প্রতিবাদ চলাকালীন সংসদে একের পর এক বিল পাস হচ্ছে। আর তাই নিয়েই এবার পাপরি চাট মন্তব্য তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ানের। গত 8 দিনে বিরোধীশূন্য সংসদে 22 টি বিল পাস হওয়া নিয়ে নরেন্দ্র মোদিকে পাপরি চাট মন্তব্যের মাধ্যমে তীব্র কটাক্ষ করেছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

আর তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা চলে। ডেরেক ও’ব্রায়েন মন্তব্য করেছিলেন সংসদে যেভাবে বিরোধীদের অনুপস্থিতিতেই মোদি সরকার একের পর এক বিল পাস করছে, তাতে মনে হচ্ছে মোদি সরকার পাপরি চাট তৈরি করছে। ডেরেক ও ব্রায়েনের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এমনকি ডেরেক ও’ব্রায়েনের বিরোধতা করে কটাক্ষ করেছেন রাজ্যসভার বিজেপির ডেপুটি লিটার মুক্তা আব্বাস নকভি। এ প্রসঙ্গে নকভি কটাক্ষ করে পাপড়ি চাটের বদলে ফিশ ফ্রাই খাবার খাওয়ার কথা বলেন। কার্যত বিরোধীরা সংসদকে মাছের বাজার তৈরি করে সংসদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংসদে বিরোধীদের বিক্ষোভ নিয়ে স্পিকারও অভিযোগ করেছিলেন। এভাবে বিক্ষোভ দেখিয়ে সংসদের কাজে ব্যাঘাত ঘটানো জারি থাকলে স্পিকার কড়া পদক্ষেপ নেবেন বলেও সাংসদদের সতর্ক করেছিলেন। ইতিমধ্যেই রাজ্যসভা তৃণমূলের 6 সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, পেগাসাস ইস্যু নিয়ে আলোচনার দাবিতে রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তাঁদের নিজেদের বসার জায়গা গ্রহণ করতে বলেন। কিন্তু সাংসদরা সে কথায় কান না দিয়ে ক্রমাগত বিক্ষোভ দেখাতে থাকেন। শেষে আর কোন রাস্তা না দেখে রাজ্যসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের 6 সাংসদকে সাসপেন্ড করেন বিশেষ আইনের মাধ্যমে।

সাসপেন্ড তালিকায় আছেন তৃণমূলের মৌসম বেনজির নূর, শান্তা ছেত্রী, দোলা সেন, অর্পিতা ঘোষ, নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস। এর আগে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে ছিঁড়ে দেওয়ায় গোটা সিজনের জন্য সাসপেন্ড করা হয়েছিল তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। এক্ষেত্রে তৃণমূল সাংসদের অশোভন আচরণকে দায়ী করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিরোধিতার মধ্যে দিয়ে ক্রমাগত জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে শাস্তি প্রদান তৃণমূল কংগ্রেসের বিরোধিতার ক্ষেত্রে অতিরিক্ত অক্সিজেন যোগাচ্ছে না তো? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে সর্বস্তরে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!