এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জেলে যাওয়ার তালিকা দীর্ঘ, ফের ঘুম উড়লো মমতার ! বোমা ফাটালেন শুভেন্দু !

জেলে যাওয়ার তালিকা দীর্ঘ, ফের ঘুম উড়লো মমতার ! বোমা ফাটালেন শুভেন্দু !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শিক্ষা নিয়োগ, খাদ্য দুর্নীতি, রেশন দুর্নীতি, কার্যত সব দিক থেকেই রাজ্যটাকে শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে গোটা রাজ্য জুড়ে বিজেপি একটাই আওয়াজ তুলছে, চোর ধরো জেল ভরো। দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিনিয়ত রাস্তায় নেমে আন্দোলন করছে। প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রেও তৃণমূলের বিরুদ্ধে উঠছে চুরি এবং দুর্নীতির অভিযোগ। আসানসোল সহ শিল্পাঞ্চল এলাকায় কয়লা নিয়েও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। আর এই পরিস্থিতিতে এবার সেই শিল্পাঞ্চল এলাকায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্নীতি নিয়ে কথা বলতে বলতে বিরোধীদের সকলেরই মুখ ব্যথা হয়ে গিয়েছে। কিন্তু এই রাজ্য সরকার এবং তাদের নেতারা শোধরানোর মত মানুষ নন, এটা কার্যত প্রমাণিত। তবুও শিল্পাঞ্চলে গিয়ে আরও একবার তৃণমূলের ভীত নাড়িয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

প্রসঙ্গত, এদিন রানীগঞ্জে গিয়ে কয়লা স্ক্যাম নিয়ে সোচ্চার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিল্পাঞ্চল এলাকায় যে প্রভূত দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন তৃণমূল নেতারা এবং তার ফল যে মারাত্মক হতে চলেছে, তা স্পষ্ট করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, “এখানকার সব থেকে বড় দুর্নীতি হচ্ছে কয়লা দুর্নীতি। সমস্ত তৃণমূল নেতারা এখানে জড়িয়ে পড়েছেন। অনেকে জেলে গিয়েছেন, অনেকে জেলে যাবেন। আবার অনেকে জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কয়লা পাচার নিয়ে তৃণমূলের অনেক নেতা, মন্ত্রীর নাম জড়িয়ে পড়েছে। রাজ্যের এক মন্ত্রীকে একাধিকবার ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তার বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার অভিযোগ উঠছে। সেদিক থেকে বিরোধী দলনেতার এই “জেলে যাওয়ার প্রস্তুতি অনেকে নিচ্ছেন” বলে যে মন্তব্য, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

বিজেপির দাবি, গরু, কয়লা, বালি সব কিছুতেই দুর্নীতি শুরু করে দিয়েছে তৃণমূল নেতারা। প্রাকৃতিক সম্পদকেও তারা ছাড়ছে না। শিক্ষা নিয়োগ থেকে শুরু করে রেশন দুর্নীতিতে তৃণমূলের মন্ত্রী, বিধায়করা জেলে গিয়েছেন। এবার কয়লা এবং স্বাস্থ্যতে বাকিরাও জেলে ঢুকবেন। যত সময় যাচ্ছে, ততই সেই দিন এগিয়ে আসছে‌। দুর্নীতি করে কেউ রেহাই পাবে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে গতিতে তদন্ত করছে, তাতে খুব তাড়াতাড়ি এই কয়লা পাচার নিয়ে বিপাকে পড়তে হবে শাসকদলের রাঘব বোয়ালদের বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূল আমলে এই রাজ্যে স্বচ্ছতা বলে কিছু নেই। সব জায়গাতেই অস্বচ্ছতা এবং অন্ধকার। রাজ্যের সবকটি স্তম্ভকে ধ্বংস করেছে এই সরকার। খুব তাড়াতাড়ি গোটা মন্ত্রীসভা জেলে যাবে বলে দাবি করছে বিরোধীরা। আর তার মাঝেই কয়লা স্ক্যাম নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি অত্যন্ত মারাত্মক। তার বক্তব্য অনুযায়ী যদি সত্যিই এবার তদন্ত শুরু হয়, তাহলে তৃণমূলের হয়ে বড় বড় কথা বলা নেতারা অনেকেই বাইরে থাকবেন না। বিরোধী দলনেতার বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!