এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “জেলে স্থান হবে” বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি ববির ! জেনে নিন!

“জেলে স্থান হবে” বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি ববির ! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বনগায় একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ দিয়ে এনকাউন্টার করে মারা হবে বলে বিস্ফোরক মন্তব্য করেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার‌। আর তার সেই বক্তব্যকে কেন্দ্র করে রীতিমত তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি বিধায়কের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। তবে এবার বিজেপি বিধায়কের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিলেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে এনকাউন্টারের মানসিকতা থাকলে জেলে জায়গা হবে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন স্বপন মজুমদারের এই বক্তব্য নিয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গ কোনোদিন উত্তরপ্রদেশ, গুজরাট হবে না। এখানে দাঙ্গার রাজ্য বা এনকাউন্টারের রাজ্য করা যাবে না। কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। সুতরাং তৃণমূলকে এনকাউন্টার করে মেরে দেব, সেটা হবে না। বিজেপি জীবনে পশ্চিমবঙ্গে আসবে না। হয়ত ভারতবর্ষ থেকেও বেরিয়ে যাবে। উনি নিজের আশ্রয় নেওয়ার জন্য পালটি হতেই পারেন। কিন্তু এনকাউন্টার ভুলে যান। যদি এনকাউন্টারের মানসিকতা থাকে, তবে জেলে স্থান হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, ফিরহাদ হাকিম এই কথা বলে বিজেপি বিধায়ককে বার্তা দিতে চাইলেন। তিনি বুঝিয়ে দিলেন যে, পশ্চিমবঙ্গের এই ঘটনা ঘটানো যাবে না। অর্থাৎ স্বপন মজুমদারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাসক-বিরোধী তরজা যে ভয়াবহ আকার ধারণ করেছে রাজ্য রাজনীতিতে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!