এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী, বৈঠক নবান্নে, জল্পনা তুঙ্গে

রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী, বৈঠক নবান্নে, জল্পনা তুঙ্গে

কেন্দ্রের নরেন্দ্র মোদীর সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদায়-কাচকলায় সম্পর্ক। বিভিন্ন ইস্যুতে একের পর এক কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সম্প্রতি এনআরসি নিয়ে সেই মোদীর বিরুদ্ধে কটাক্ষের সুর আরও তীব্র করেছেন বঙ্গের প্রশাসনিক প্রধান। এহেন একটা পরিস্থিতিতে আগামী সোমবার কোলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সূত্রের খবর, মূলত পূর্বাঞ্চলের রাজ্যগুলির সাথে একটি বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী। আর নবান্নে অনুষ্টিত এই বৈঠকেই বিহার, ঝাড়খন্ড, ওড়িশা সরকারের প্রতিনিধিরা যেমন উপস্থিত থাকবেন ঠিক তেমনই বাংলা থেকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এখানেই অনেকে মনে করছেন, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষার ইস্যু নিয়ে হওয়া এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজনাথ সিংয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। কেননা, বর্মান বিজেপির নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে কুদৃষ্টিতে দেখলেও রাজনাথ সিংয়ের সাথে একটা মধুর সম্পর্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাছাড়াও সারা দেশে এখন বিজেপি বেরোধী জোটে প্রধান মুখ এই মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কেন্দ্রের রাজনাথ সিং এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে অনুষ্টিত বৈঠকে কতটা কেন্দ্র-রাজ্য সম্পর্কে বরফ গলে তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!