কংগ্রেস ছেড়ে এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন ৪ বিধায়ক জাতীয় বিশেষ খবর January 2, 2018 বিজেপিতে যোগ দেবার হিড়িক পড়েছে যেন। আর এবার মেঘালয়ের চার বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। সূত্রের খবর গত ৩০ ডিসেম্বর মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী রোয়েল লিংদো সহ চার বিধায়ক পদত্যাগ করেছেন আর তাঁরা ন্যাশনাল পিপলস পার্টিতে যোগদান করবেন। যদিও ন্যাশনাল পিপলস পার্টি এনডিএ -এর অন্যতম শরিক। সামনেই বিধানসভা নির্বাচন মেঘালয়ে আর তার আগে এই যোগদান অবশ্যই নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -