এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জমি, বালির অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অবসর নিন; কড়া হুঁশিয়ারি হেভিওয়েট মন্ত্রীর!

জমি, বালির অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অবসর নিন; কড়া হুঁশিয়ারি হেভিওয়েট মন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস স্বচ্ছতার উপর ভর করে এগিয়ে যেতে চাইছে। বর্তমানে প্রতিটি জেলায় সাংগঠনিক কমিটি গঠন করে যাতে স্বচ্ছ মুখদের সেখানে জায়গা দেওয়া যায়, তার জন্য তৃণমূলের পক্ষ থেকে চেষ্টা শেষ নেই। কেননা এমনিতেই বিজেপির সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো তৃণমূলের বিরুদ্ধে নানা দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ তোলে। তাই সেই অভিযোগ যাতে আর না আসে, তার জন্য তৃণমূল স্বচ্ছ ভাবমূর্তির মুখগুলোকে সামনে আনতে চলেছে।

আর এই পরিস্থিতিতে দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন থেকে জমি, বালির সঙ্গে যুক্ত অবৈধ কারবারিদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন মাটিগাড়া নকশালবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গৌতম দেব। সূত্রের খবর, শনিবার মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। আর সেখানেই উপস্থিত হন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী গৌতম দেব।

আর বক্তব্য রাখতে গিয়ে অবৈধ কাজের জন্য যুক্ত সকল ব্যক্তিকে দল থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দেন তিনি। স্বভাবতই আগামী বিধানসভা নির্বাচনের আগে হেভিওয়েট মন্ত্রীর এই ধরনের বক্তব্য যে দলের স্বচ্ছতার উপর বেশি করে জোর দিতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, এদিন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “এই কেন্দ্র রাজনৈতিকভাবে সচেতন এবং স্পর্শকাতর। কাজেই এখানে এমন কিছু কাজ করব না, যাতে দলের ক্ষতি হয়। জমি দখল, বালি, পাথর পাচার ইত্যাদি বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। দলের যারা এসব কাজের সঙ্গে যুক্ত, তারা এখন দলের পেছনে যান। দল থেকে অবসর গ্রহন করুন। তাহলেই ভালো হবে। এই কেন্দ্রের লড়াইটাকে হালকাভাবে নেওয়ার কিছু নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এদিনের কর্মী সম্মেলন থেকে প্রধান এবং উপপ্রধানদেরকেও কিছুটা সতর্ক করে দেন গৌতম দেব। তিনি বলেন, “উপরে ভগবান, নীচে প্রধান, এমনটা ভাবলে হবে না। এর বিষফল খেতে হবে। আর পঞ্চায়েতে ভালো কাজ করলে দলের ভালো হবে। তাই বুথ এবং অঞ্চল সভাপতিদের নিয়ে কাজ করুন। একই নেতা দীর্ঘদিন ধরে পদে থাকবে, তা ভাবলে চলবে না। অনেক শিক্ষিত, স্মার্ট নতুন মুখ এসেছে, যারা উদ্যমী, সোশ্যাল মিডিয়াতে দক্ষ। তাই কিছু ক্ষেত্রে পরিবর্তন করতে হবে।” অর্থাৎ একদিকে দলের স্বচ্ছ নেতাদের ওপর বেশি ভরসা রাখার কথা যেমন বললেন রাজ্যের পর্যটনমন্ত্রী, ঠিক তেমনই অলসতার কোনো জায়গা নেই বলেও বার্তা দেওয়ার চেষ্টা করলেন তিনি।

এদিন দলের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতেও কড়া বার্তা দিতে দেখা যায় রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবকে। জানা যায়, ভোটার তালিকা সংশোধনের জন্য বিএলওর স্বামী বিজেপির হয়ে প্রচার করছেন। এদিন সেই কথা তুলে ধরে গৌতম দেব বলেন, “যে বিএলও বিজেপির হয়ে কাজ করছেন, তাকে সরিয়ে দেওয়া হবে।” এদিকে এদিনের কর্মী সম্মেলনে বেশকিছু গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে আসায় তা সামাল দিতে উদ্যত হন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার।

তিনি বলেন, “কোনো দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। আগামী ছয় মাস বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। যারা পেছন থেকে ছুরি মারবে, তাদের ছেড়ে কথা বলব না।” সব মিলিয়ে বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন থেকে স্বচ্ছতার উপর জোর দিয়ে আগামী দিনের লড়াইয়ের জন্য সকলকে তৎপর হওয়ার বার্তা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তবে গৌতম দেবের এই বার্তার পর তৃণমূল কংগ্রেস কতটা স্বচ্ছতা বজায় রাখতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!