পঞ্চায়েতে ‘মুখ-বাঁচাতে’ গোপনে বিজেপির হাত ধরা নিয়ে তীব্র অন্তর্দ্বন্দ্ব বামফ্রন্টের অন্দরে রাজ্য May 6, 2018 পঞ্চায়েতের আগে ফের বড়সড় অভিযোগে নাজেহাল সিপিআইএম নেতৃত্ব। জানা গেছে যে পঞ্চায়েত নির্বাচন জিততে বিজেপির সাথে সিপিআইএম হাত মিলিয়েছে নিচু স্তরে অভিযোগ এমনটাই। এই নিয়ে অভিযোগ করে নাকি দলের অনেক নেতা, কর্মী শীর্ষ নেতৃত্বকে বিরক্ত হয়ে চিঠিও লিখেছেন। তাঁদের দাবি বিজেপি আর তৃণমূল তাদের শত্রু আর তাদের সাথেই হাত মিলিয়ে ভোট জিততে হবে। বিদ্রোহ না করলেও প্রায় তার কাছাকাছি চলে গেছে অবস্থা। আর তার জেরে প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ দলের শীর্ষ নেতারা। যদিও এই নিয়ে নেতৃত্ব কোনো কথা এখন বলেননি। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে বিজেপির কাছে সিপিএইএর এই হাত ধরাধরি ভালো চোখে দেখছেন না নেতৃত্ব বলেই সূত্রের খবর। যদিও কয়েকদিন আগেই এই বিষয়ে সিপিএমের বহিষ্কৃত রাজ্যসভার সাংসদ ঋতব্রত ব্যানার্জি অভিযোগ করেছেন, ‘একটা বড় অংশের বাম নেতারা বীতশ্রদ্ধ এবং বিরক্ত। কারণ সিপিএম যেভাবে বিজেপির কাছে নিঃশর্ত আত্মসমর্পন করেছে তা অনুমোদন যোগ্য নয়। একদল নেতারা এই কাজের সঙ্গে যুক্ত হয়ে দলের ভাবমূর্তি কালিমালিপ্ত করছে। মুখে বিজেপি বিরোধিতা করলেও কাজে তা দেখা যাচ্ছে না। এমনকী শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি। তাই দলের একটা বড় অংশের নেতারা বীতশ্রদ্ধ এবং বিরক্ত।’ যদিও কখনো সিপিআইএমের নেতৃত্ব বলেছেন যে বিজেপিকে আটকাতে যেখানে যে দল শক্তিশালী তার সাথে হাত মেলায় ,আবার বলেছে যে তৃণমূলকে আটকাতে হবে তাই যেখানে যে দল শক্তিশালী তার হাত ধরতে হবে। ফলে দ্বন্দে কর্মীরাও। নেতৃত্বের বক্তব্য যে বিজেপির হাত ধরছে সিপিআইএম এতে দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে। আপনার মতামত জানান -