এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কানন জেলে ঢুকতেই দরজায় বুক চাপড়ে কান্না প্রিয় বান্ধবী বৈশাখীর! মাঝরাতে প্রেসিডেন্সিতে নাটক

কানন জেলে ঢুকতেই দরজায় বুক চাপড়ে কান্না প্রিয় বান্ধবী বৈশাখীর! মাঝরাতে প্রেসিডেন্সিতে নাটক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল নারদ কান্ডে রাজ্যের ৪ হেভিওয়েটকে গ্রেপ্তার করে সিবিআই। যাদের মধ্যে আছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর সিবিআই দপ্তরে গিয়েছিলেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। সিবিআই তাঁকে তলব করার কারণে তিনি সেখানে গিয়েছিলেন। অন্যদিকে, গতকাল ৪ হেভিওয়েটকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাবার সময়, সেখানে উপস্থিত হলেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। জেলের গেটের সামনে দাঁড়িয়ে বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়লেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

গতকাল ৪ হেভিওয়েট এরপর পাশে দাঁড়ানোয় মুখ্যমন্ত্রীর অকুণ্ঠ প্রশংসা করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তোপ দেগেছেন তিনি বিজেপির প্রতি। আর গতকাল মাঝরাতে প্রেসিডেন্সি জেলের সামনে দেখা গেল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। জেলের ভেতরে ঢুকতে চেয়ে ছিলেন তিনি, তবে, তাঁকে সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি। জেলের গেট ধরে বসে পড়েন তিনি। এরপর কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। তাঁকে একবারের মত শোভন চট্টোপাধ্যায়ের কাছে যেতে দেওয়ার অনুরোধ জানান বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, শোভন বাবুকে একবারের জন্য ওষুধ খেতে দিতে। তিনি জানান শোভন চট্টোপাধ্যায়ের হাই সুগার রয়েছে। কিন্তু তাঁকে কোন কিছু খেতে দেয়া হয়নি। তিনি অভিযোগ করেছেন, তার সঙ্গে অমানুষিক ব্যবহার করা হয়েছে। সিবিআই আধিকারিকদের প্রতি তিনি জানান, তাঁদের কি কোন লজ্জা শরম নেই? আগে থেকে না জানিয়ে এক মহিলার বেডরুমে চারজন পুরুষ এসে নিয়ে গেলেন শোভন চট্টোপাধ্যায়কে। এখন তাঁর বাড়ির লোকের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না তাঁকে।

এদিকে প্রেসিডেন্সি জেলে যাবার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শোভন চট্টোপাধ্যায়। এ কারণে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। আগামী বুধবার পর্যন্ত তাঁদের প্রেসিডেন্সি জেলে থাকার নির্দেশ দেওয়া হয়। এরপর শোভন চট্টোপাধ্যায়কে জেলে নিয়ে যেতেই সেখানে উপস্থিত হন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বুক চাপড়ে কাঁদতে দেখা যায় তাঁকে। এই ঘটনা নিয়ে অনেকেই নানা প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজেদেরকে একে অপরের বন্ধু বলে দাবি করলেও, তাদের সম্পর্ক নিছক বন্ধুত্বের বলে অনেকেই মেনে নেননি।

কারণ একসময় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কারণেই ঘর-সংসার, গুরুত্বপূর্ণ পদ, এমনকি দল পর্যন্ত ছেড়েছেন শোভন চট্টোপাধ্যায়। দলে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেভাবে গুরুত্ব না পাবার কারণে বিজেপিতে অনেকদিন নিষ্ক্রিয় ছিলেন তিনি। মূলত, তাঁর চাপেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দল পদ দিতে বাধ্য হয়েছিল। এরপর তাঁর গ্রেপ্তারের পর মাঝরাতে প্রেসিডেন্সি জেলের সামনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বুকচাপা কান্না নতুন সংযোজন বলেই মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!