এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মমতা, “কেউ বিশ্বাস করে না” পাল্টা যুক্তি বিজেপির!

কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মমতা, “কেউ বিশ্বাস করে না” পাল্টা যুক্তি বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট-বেশ কিছুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই ধরনের কথা শোনা যাচ্ছে যে, কেন্দ্র নাকি রাজ্যের ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে। এমনকি এই দুটো ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে। তবে বারবার বিজেপির পক্ষ থেকে তৃণমূল নেত্রীর তোলা এই অভিযোগকে খন্ডন করা হয়েছে। বরঞ্চ তারা অন্য যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে, কেউ টাকা আটকে রাখেনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারও কোচবিহারের সভা থেকে সেই একই অভিযোগ করেছেন। যার পাল্টা যুক্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভয়ংকর যুক্তি দিয়েছে বিজেপি।

প্রসঙ্গত, এদিন কোচবিহারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা যায় কেন্দ্রীয় বঞ্চনার কথা। যেটা তিনি প্রায়শই প্রত্যেকটি সভাতে বলে আসছেন। মুখ্যমন্ত্রী বলেন, “আবাস, রাস্তা থেকে ১০০ দিনের কাজ, সব টাকা আটকে রেখেছে। কেন্দ্র আটকে রাখলেও রাজ্য ১০০ দিনের টাকা মিটিয়ে দিয়েছে। তিন বছর ধরে কাজ করিয়ে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে।” আর মুখ্যমন্ত্রীর বক্তব্যকে খণ্ডন করে পাল্টা যুক্তি দিয়েছে বিজেপি।

তাদের প্রশ্ন, বারবার রাজ্যকে হিসেব দিতে বলা সত্বেও তারা কেন হিসাব দিচ্ছে না? তার মানে তারা এতদিন কেন্দ্রের তরফ থেকে পাঠানো টাকা চুরি করেছে। নেতাদের পকেটে ঢুকেছে সেই টাকা। আর সেই কারণে হিসেব দিতে পারছেন না তৃণমূল নেত্রী। হিসেব দিলেই কেন্দ্রীয় সরকার টাকা ছেড়ে দেবে। কিন্তু মানুষের টাকা কোনো নেতাকে চুরি করতে দেওয়া হবে না। সেই কারণেই এই রাজ্য সরকারকে টাকা দেওয়া হচ্ছে না। যেদিন চোরেরা জেলে যাবে, সেদিন মানুষ তাদের সমস্ত টাকা ফেরত পাবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!