এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েও বিতর্ক এড়াতে পারছেননা বিজেপি সাংসদ, প্রভাব কি পড়বে উপনির্বাচনে?

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েও বিতর্ক এড়াতে পারছেননা বিজেপি সাংসদ, প্রভাব কি পড়বে উপনির্বাচনে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উপ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক হিসাব নিকাশ। রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, যার মধ্যে দিনহাটা অন্যতম। দিনহাটা কেন্দ্র থেকে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক একুশের বিধানসভা নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন। মাত্র 57 ভোটে তিনি জয়লাভ করেছিলেন, যা বাংলার নির্বাচনী ইতিহাসে রেকর্ড তৈরি হয়ে গেছে। যদিও তিনি বিধায়ক পদ ছেড়ে দিয়ে সাংসদ পথ ধরে রাখায় আগ্রহ প্রকাশ করেছেন। এবং সাংসদ হওয়ার দরুণ তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা দেওয়া হয়েছে। কিন্তু এর পরেই শুরু হয়েছে একাধিক বিতর্ক তাঁকে নিয়ে। কখনো তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, কখনো তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে।

আর এত কিছু বিতর্ক নিয়ে রীতিমতো জলঘোলা শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, দিনহাটা কেন্দ্র এই মুহূর্তে বিজেপির কাছে অন্যতম প্রেস্টিজ ফাইট। পাশাপাশি তা নিতীশ প্রামাণিকের কাছেও অত্যন্ত উল্লেখযোগ্য লড়াই হয়ে দাঁড়াচ্ছে। কার্যত কেন্দ্রের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী হওয়ার পর যদি দল তাঁর কেন্দ্রে হেরে যায়, খুব স্বাভাবিকভাবেই 24 এর লোকসভা নির্বাচনের আগে বড়সড় প্রশ্ন উঠবে। অন্যদিকে বঙ্গ বিজেপি-র অন্দরে ইতিমধ্যেই নিশীথ প্রামাণিকতকে নিয়ে ক্ষোভের চোরা স্রোত বয়ে চলেছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, যেভাবে তাঁর শিক্ষাগত যোগ্যতা ও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে, তাতে বিতর্ক বাড়ছে।

পাশাপাশি ভোটের ফলাফল প্রকাশের পরেই দিনহাটাতে প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর ওপর হামলার ঘটনা এক্ষেত্রে বাড়তি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, দিনহাটা আসনটিতে যদি উপনির্বাচনে বিজেপি জিতে নিতে পারে, তাহলে 24 এর লড়াইয়ে কোচবিহার আসন নিয়ে কোন চিন্তা থাকবেনা বিজেপির। কিন্তু রাজ্যে বর্তমানে গেরুয়া শিবিরের সাংগঠনিক পরিস্থিতি যে অত্যন্ত করুণ তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে শাসকদল যদি দিনহাটা আসনটি ছিনিয়ে নেয়, তাহলে কার্যত উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনে ধাক্কা লাগবে বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ ভালো ফল করা সত্বেও ইতিমধ্যে একাধিক বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা তৃণমূলে যোগদান করেছেন। অন্যদিকে নিশীথ প্রামাণিককে নিয়ে একাধিক প্রশ্ন উঠলেও তিনি নিজে একটি মন্তব্যেরও উত্তর দেননি। বরং তাঁর হয়ে ব্যাটিং করছেন বিজেপির একাধিক নেতা-নেত্রী। এক্ষেত্রে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, যদি সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা হয় তাহলে কিন্তু নিশীথ প্রামাণিককে চাপে পড়তে হবে। কার্যত নিশীথ প্রামাণিককে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে চাপে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি সে কথা বলছেনা।

পাশাপাশি নিশীথ প্রামাণিককে ঘিরে যেভাবে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে, তা কিন্তু অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রীয় সরকারকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিশীথ প্রামাণিককে নিয়ে বিতর্ক এড়াতে না এই মুহূর্তে তাঁকে মন্ত্রীত্ব থেকে সরানো যাবে, না তাঁর দপ্তর পরিবর্তন করা যাবে। কারণ সবক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার প্রশ্নের মুখোমুখি হবে। তাই সেক্ষেত্রে নিশীথ প্রামাণিক এই মুহূর্তে গেরুয়া শিবিরের কাছে অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসাথে বঙ্গ বিজেপিকে নিশীথ প্রামাণিকের অস্বস্তি নিয়েই দিনহাটায় উপনির্বাচনে নামতে হবে। এক্ষেত্রে নিশীথ প্রামাণিক প্রসঙ্গ কিভাবে বঙ্গ বিজেপি সামাল দেয়, সে দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!