এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > উপনির্বাচনের ভোটগণনা LIVE: খড়্গপুর-সদর – প্রথম রাউন্ডের শেষে

উপনির্বাচনের ভোটগণনা LIVE: খড়্গপুর-সদর – প্রথম রাউন্ডের শেষে


বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ সাংসদ হওয়ায় এই আসনে উপনির্বাচন হচ্ছে।

রাজনৈতিক মানচিত্র –
খড়্গপুর পুরসভা ও খড়্গপুর ১ নম্বর ব্লকের খড়্গপুর রেলওয়ে সেটেলমেন্ট নিয়ে গঠিত এই বিধানসভা।
বুথ সংখ্যা – ২৭০
পুরুষ ভোটার – ১,১০,৮৬২
মহিলা ভোটার – ১,১৩,৬৮৩
তৃতীয় লিঙ্গ – ৯
মোট ভোটার – ২,২৪,৫৫৪

এই কেন্দ্রের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষরা –
তৃণমূল – প্রদীপ সরকার
বিজেপি – প্রেমচন্দ্র ঝাঁ
কংগ্রেস – চিত্তরঞ্জন মন্ডল (বামফ্রন্ট সমর্থিত)
নির্দল – প্রদীপ পট্টনায়েক (বিক্ষুব্ধ বিজেপি)

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভোটগণনা –
মোট প্রদত্ত ভোট – ৬৮.১৭%
মোট ৩৬ টি টেবিলে ১৬ রাউন্ড গণনা হবে
ভোট গণনা শুরু সকাল ৮ টায়
মোট ৫ টি ভিভিপ্যাট মেলানো হবে
প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে
গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা
প্রথম স্তরে ২০০ মিটারের শুরুতে থাকবে রাজ্য পুলিশ
দ্বিতীয় স্তরে ১০০ মিটারের মধ্যে থাকবেন রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর অফিসাররা
এখানেই একজন ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক গণনাকর্মীদের সচিত্র পরিচয় পত্র পরীক্ষা করবেন
এর নীচেই থাকবে মিডিয়া সেন্টার
তৃতীয় স্তরে গণনা কেন্দ্রের ভিতরে থাকছে কেন্দ্রীয় বাহিনী
রাজনৈতিক দলগুলির শিবির ২০০ মিটারের বাইরে
গণনাকর্মী এবং এজেন্ট ছাড়া কোনও ব্যাক্তি গণনাকেন্দ্রে ঢুকতে পারবেন না

প্রথম রাউন্ডের শেষে – বাম-কংগ্রেস প্রার্থী বিজেপির থেকে ৫৪৪ ভোটে এগিয়ে
বিজেপি – ৩,৫০৫
তৃণমূল – ৩,০৮৯
বাম + কংগ্রেস – ৪,০৪৯

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!