এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বাংলায় কি এবার জনপ্রিয়তা হারাচ্ছে বিজেপি? খোদ দিলীপ ঘোষের সভায় লোক না হওয়া নিয়ে বাড়ছে জল্পনা

বাংলায় কি এবার জনপ্রিয়তা হারাচ্ছে বিজেপি? খোদ দিলীপ ঘোষের সভায় লোক না হওয়া নিয়ে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদ দখলের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই উদ্দেশ্যে দলের সংগঠনকে শক্তিশালী করার কাজ যেমন চলছে, তেমনি চলছে দলের জনসংযোগের কাজ। জনসংযোগ বাড়াতে ও দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে রাজ্যের বিভিন্ন স্থানে সভার আয়োজন করছেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা। গতকাল নবগ্রামে এমনি একটি সভার আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। যে সভায় প্রধান বক্তা ছিলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু এই সভায় হলো না আশানুরূপ লোকসমাগম। যার ফলে বিজেপিকে কটাক্ষ সইতে হল শাসকদল তৃণমূলের।

গতকাল নবগ্রাম থানার ভোলাডাঙ্গার ময়দানে দুপুর দুটোর সময় সভা করার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কিন্তু, এক ঘন্টা অতিক্রান্ত হবার পরেও দেখা গেল যে, মাঠ প্রায় ফাঁকা। এক হাজার দর্শকও আসেননি। মাঠে দর্শক না আসার কারণে রাজ্য সভাপতির ভাষণ পিছিয়ে দেয়া হলো। রাজ্য সভাপতি এরপর স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করে সাড়ে তিনটের সময় সভায় বক্তব্য রাখেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সভায় পৌঁছেই লক্ষ করলেন অপ্রতুল দর্শক সংখ্যা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নবগ্রামের এই সভায় লোকসমাগম কম হবার জন্য তিনি দোষারোপ করলেন শাসকদল তৃণমূলকে। দর্শকদের দিকে তাকিয়ে বিজেপির রাজ্য সভাপতি জানালেন যে, তৃণমূল কর্মীরা বিজেপির নেতা কর্মীদের সভায় আসতে বাধা দিচ্ছে। বেশ কিছু জায়গায় বাস আটকে দিয়েছিল। এমনকি বিজেপি কর্মীদের বাস লক্ষ করে ইট, পাথর ছুড়েছে। বিজেপি কর্মীদের লক্ষ্য করে কালোপতাকা দেখিয়েছে। তবে তিনি জানিয়েছেন যে, এভাবে কখনোই আটকে রাখা যাবে না বিজেপিকে।

গতকাল সভামঞ্চ থেকে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ ও অভিযুক্ত করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেইসঙ্গে, গতকালের সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জানালেন যে, করোনা সংক্রমণ কালে লকডাউন ও অম্ফানের সময় কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষের পশে দাঁড়িয়েছিল সাহায্য পৌঁছে দিয়েছিল মানুষের কাছে।

গতকালের সভাতে লোক সমাগম কম হাওয়ায়, সে বিষয়ে যথেষ্ট কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হলো যে, নবগ্রামের বিজেপির কোনো লোক নেই, জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোক এনেও তাঁরা অর্ধেক মাঠ ভর্তি করতে পারেন নি। তবে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এজন্য দায়ী করেছেন তৃণমূলকেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!