এখন পড়ছেন
হোম > জাতীয় > কিছুদিন স্বস্তির পর আবার করোনা সংক্রমণ উর্দ্ধমুখী, বাড়ছে আতংক

কিছুদিন স্বস্তির পর আবার করোনা সংক্রমণ উর্দ্ধমুখী, বাড়ছে আতংক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত কয়েকদিন করোনা সংক্রমণের গ্রাফ একটু নিচের দিকে থাকায় সামান্য স্বস্তি মিলেছিল। কিন্তু আবারও উদ্বেগ বাড়িয়ে সংক্রমণ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী জানা গেছে, বর্তমানে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা আবারও 40 হাজারের ঘর অতিক্রান্ত করেছে। তবে কিছুটা স্বস্তি মৃত্যুর সংখ্যায়। কার্যত মহারাষ্ট্র এবং কেরলে করোনা সংক্রমণের হার সবথেকে বেশি বলে জানা গিয়েছে। যা নিয়ে চূড়ান্ত উদ্বেগে চিকিৎসক এবং বিশেষজ্ঞরা। একইসাথে জানা যাচ্ছে, গত কয়েকদিনে দৈনিক সংক্রমণও মারাত্মক আকারে বেড়েছে। উত্তরপ্রদেশেরও বেশকিছু জেলাতে সংক্রমণের হার বেশি। গত 24 ঘন্টায় সারাদেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 41 হাজার ছাড়িয়েছে।

তবে করোনাকে হারিয়ে সুস্থ হওয়ার পরিসংখ্যানও যথেষ্ট স্বস্তিদায়ক। জানা গিয়েছে, প্রায় 39 হাজারের কাছাকাছি গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে। পাশাপাশি করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যাও এখন অনেকটাই কম। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 581 জনের। কিছুদিন আগেও এই দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের আশেপাশে ছিল। মৃত্যুহার এই মুহূর্তে দুই শতাংশের নিচে। কার্যত স্বাস্থ্যমন্ত্রক সূ্ত্রে জানা যাচ্ছে, উত্তর-পূর্বের রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রের 15 টি, কেরলের 14 টি, তামিলনাড়ুর 12 টি, উড়িষ্যা, অন্ধপ্রদেশ ও কর্ণাটকের দশটি জেলায় করোনা সংক্রমণ যথেষ্টই বেশি। বোঝাই যাচ্ছে, দেশের উত্তর এবং দক্ষিণের রাজ্যগুলিতে সংক্রমণের হার অত্যন্ত বেশি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা যাচ্ছে, রাজস্থানের 10 টি জেলায় বর্তমানে সংক্রমণের হার 10% ছাড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তীব্রতর হয়েছে। তার মধ্যে করোনার সংক্রমণ উত্তর ও দক্ষিণে রাজ্যগুলিতে যেভাবে বেড়ে চলেছে, তা কিন্তু উদ্বেগ তৈরি করছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানা গিয়েছে, করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে প্রয়োজন করোনাবিধি কঠোরভাবে মেনে চলা। পাশাপাশি সাবধানতা এবং সতর্ক মনোভাব ভীষণভাবে প্রয়োজন। বর্তমানে দেখা যাচ্ছে, যেসব জেলায় সংক্রমণের ভাগ বেশি, সেসব জায়গায় মাস্কের ব্যবহার হচ্ছেনা। কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন।

করোনা বিধি-নিষেধ একটু হালকা হতেই বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ছেন বহু মানুষ যা যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের পক্ষ থেকে সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি প্রতিটি রাজ্যকে করোনা মোকাবিলার পাঁচটি কৌশল নিশ্চিত করতে বলা হয়েছে। যেগুলি হল- কোভিডের উপযুক্ত আচরণবিধি মেনে চলা, নমুনা পরীক্ষা, আক্রান্তের চিহ্নিতকরণ, চিকিৎসা ও টিকাকরণ। সব মিলিয়ে হঠাৎ করে যেভাবে করোনা সংক্রমণ উত্তর ও দক্ষিণের রাজ্যগুলিতে বেড়ে উঠতে শুরু করেছে, তাতে কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকে পুরোপুরি সরিয়ে রাখা যাচ্ছেনা। এই অবস্থায় করোনা সংক্রমণে নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!